যেভাবে স্মার্ট ফোনে কন্টাক্ট ব্যাকআপ করবেন, জীবনেও হারাবে না । Backup Your Phone Contact

যেভাবে স্মার্ট ফোনে কন্টাক্ট ব্যাকআপ করবেন, জীবনেও হারাবে না । Backup Your Phone Contact:

এই তথ্য প্রযুক্তির যুগে আপনি যদি বলেন,আমার এন্ড্রয়েডের সাথে কন্টাক্ট লিস্ট ও হারাই গেসে, দোস্ত নাম্বার দে ” এটা বলা মানে এটা খুব দুঃখজনক বিষয়।

আজকে আমরা শিখবো কিভাবে স্মার্ট ফোনে কন্টাক্ট ব্যাক আপ করে রাখা যায় এবং হারিয়ে গেলে যাতে সহজে রিকভার করা যায়।

Backup



আপনারা যারা এন্ড্রয়েড ইউজ করেন তাদের সবারই অবশ্যই Gmail একাউন্ট আছে। আপনার এই Gmail একাউন্টেই আপনি আপনার ফোনের সব কন্টাক্ট Sync (Synchronization) করে রাখতে পারবেন। এ পদ্ধতিতে আপনার ফোনের সব কন্টাক্ট গুগলের অনলাইন সার্ভারে সংরক্ষিত থাকবে, আপনার ফোন চুরি হয়ে গেলেও চোর তো আর অনলাইন সার্ভার চুরি করতে পারবে না ।

এবার আসি কিভাবে করবেন?

আমাদের সবারই সিমে অনেক নাম্বার সেভ থাকে, এগুলো আগে Gmail একাউন্টে আনতে হবে। People বা Contact অ্যাপ এ ঢুকেন তারপর মেনু থেকে “Import/Export”


তারপর আপনার যে সিম থেকে কপি করবেন সেটা সিলেক্ট করুন  (ছবির মত)
Next এ ক্লিক করুন।


তারপর আপনার Gmail আইডি সিলেক্ট করুন  (যেটাতে কপি করবেন)
যে কন্টাক্টগুলো কপি করতে চান সিলেক্ট করে নিন / সব কন্টাক্ট সিলেক্ট করতে চাইলে  0 Selected  এ প্রেস করুন, অপশন চলে আসবে।
কপি শেষ হলে নোটিফিকেশন দেখাবে কয়টা কপি হল।

সফল ভাবে এগুলা সার্ভার পর্যন্ত পৌঁছে গেছে কিনা তা জানতে হলে
Settings > Account > Google > @gmail.com তে যান।


Contacts  এর পাশে টিক চিহ্ন দিয়ে দিন, যদি দেওয়া থাকে তবে তুলে দিয়ে আবার টিক চিহ্ন দিন! 
এর পর আপনার ফোনে কন্টাক্ট Sync হওয়া শুরু হয়ে যাবে। প্রথম বার Sync হতে একটু টাইম নিবে, অবশেষে  Last Sync at লিখা  দেখাবে, তার মানে হয়ে গেছে।
যদি Sync ঠিক মত না হয় তবে Error দেখাবে।

এর পর  নতুন কোন নাম্বার সেইভ করার সময় আপনি ‘Store the contact to ‘ এর জায়গায় জিমেইল আইডিতে করবেন।তাইলে নিজে নিজেই Sync করে নিবে।



কিছু সাবধানতাঃ
• Gmail এর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন।

•Sync এর পর People এ গিয়ে যদি আপনি কোন Contact ডিলিট করে দেন,তাইলে সেটা কিন্তু গুগল সার্ভার থেকেও ডিলিট হয়ে যাবে। তাই এই ব্যাপারে সচেতন থাকবেন।

• আপনার ফোনে একই নাম্বার দুইবার দেখাতে পারে। এটা থেকে বাঁচতে
People > Contact To Display > তারপর আপনার জিমেইল আইডি সিলেক্ট করে দিন।

আপনার কাজ শেষ । বুঝতে যদি কোন সমস্যা হয় তবে কমেন্টে জানাতে পারেন।



একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

No Spam Link is Allowed