স্মার্ট ফোনে যে 24 টি অ্যাপ থাকা মানেই আপনার সর্বনাশ

আপনারা যাঁরা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তাঁদের প্লেস্টোর থেকে অ্যাপ ডাউনলোডের সময় অনেক সতর্ক থাকতে হবে।কারন এখন অনেক জনপ্রিয় অ্যাপের ছদ্মবেশে আপনার স্মার্টফোনে ম্যালওয়্যার বা ক্ষতিকর প্রোগ্রাম  ঢুকে সর্বনাশ ঘটাতে পারে।আপনার স্মার্টফোনে এসব প্রোগ্রাম চালু থাকলে গোপনে ফোনের সব কার্যকলাপের তথ্য পাচার করে দেয়।
24 টি অ্যাপ
গোয়েন্দাগিরির শিকার হয়ে যেতে পারেন আপনিও । তাই সাইবার ক্রাইম ও নিরাপত্তা বিশেষজ্ঞরা  গুগলের প্লেস্টোরে থেকে ডাউনলোড করা কয়েকটি অ্যাপ দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলার পরামর্শ দিয়েছেন।

ভিপিএন সেবাদানকারী প্রতিষ্ঠান ভিপিএন প্রো এর পক্ষ থেকে 24 টি বিপজ্জনক অ্যান্ড্রয়েড অ্যাপ সম্পর্কে সতর্ক করা হয়েছে। এই সকল অ্যাপ ইতিমধ্যে ৩৮ কোটি ২০ লাখ বার ডাউনলোড হয়ে গেছে। মোবাইল ফোন থেকে গোপনে তথ্য সরানোর অভিযোগে গুগল মামা ইতিমধ্যে এসব অ্যাপ সরিয়ে দিয়েছে। তবে আপনার স্মার্টফোন এসব অ্যাপ থাকা মানেই যেকোন বিপদ ঘটতে পারে। এসব অ্যাপের মধ্যে রয়েছে ক্যামেরা ও ব্যাটারির  বিষয়ক অ্যাপ , প্রয়োজনীয় তথ্য ও ছবি বা ভিডিও ধারণ করার জন্য বিভিন্ন অ্যাপ।

বিপজ্জনক 24  টি অ্যাপের তালিকা নিচে দেওয়া হলো:

  1.  ওয়ার্ল্ড জু, ওয়ার্ড ক্রাশ,
  2.  ওয়ার্ড ক্রসি, 
  3. ওয়েদার ফোরকাস্ট, 
  4. ভাইরাস ক্লিনার ২০১৯, 
  5. টার্বো পাওয়ার, 
  6. সুপার ক্লিনার,
  7.  সুপার ব্যাটারি, 
  8. সাউন্ড রেকর্ডার, 
  9. সকার পিনবল, 
  10. পাজল বক্স, 
  11. প্রাইভেট ব্রাউজার, 
  12. নেট মাস্টার, 
  13. মিউজিক রোম, 
  14. লেজার ব্রেকার, 
  15. জয় লঞ্চার, 
  16. হাই ভিপিএন, 
  17. ফ্রি ভিপিএন, 
  18. হাই ভিপিএন প্রো, 
  19. হাই সিকিউরিটিজ ২০১৯, 
  20. ফাইল ম্যানেজার, 
  21. ডিগ ইট, 
  22. ক্যান্ডি সেলফি ক্যামেরা, 
  23. ক্যান্ডি গ্যালারি, 
  24. ক্যালেন্ডার লাইট।  
 
তথ্যসূত্র: প্রথম-আলো


উপরের অ্যাপগুলোর মধ্যে যদি আপনার ফোনে কোনটি থাকে তবে এক্ষনি তা রিমুভ করে দিন, তা না হলে ঘটতে পারে বড় সর্বনাস।
পোষ্টটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।

আরো দেখুনঃ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ