জ্ঞানেই মুক্তি প্রযুক্তিই প্রগতি এই মূলমন্ত্রে বিশ্বাস নিয়ে যাত্রা শুরু পিসি বাংলাদেশ ওয়েব সাইটটির । এই সাইটটি মূলত বাংলাদেশ তথা বাংলা ভাষা ভাষী মানুষদের জন্য তৈরি ।কোন ব্যবসাইক উদ্দেশ্য নিয়ে আমরা কাজ শুরু করিনি। শুধু মাত্র বাংলা ভাষী মানুষের প্রযুক্তিগত চাহিদা পুরনের জন্য আমরা কাজ করছি । আপনারা জানেন অনেক ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের বাংলাদেশ। এর দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে প্রয়োজন প্রযুক্তিগত উন্নয়ন । এর এই প্রযুক্তিকে সবার কাছে পৌঁছে দেয়ার জন্যই আমারা কাজ করছি। আমরা চেষ্টা করসি আপনাদের কম্পিউটার সংক্রান্ত সকল সমস্যার সমাধান দিতে এবং আপনারা যাতে সহজে বুঝতে পারেন তার জন্য আমরা সাইটটি সম্পূর্ণ বাংলায় করেছি । যদি আপনাদের সহযোগিতা ও ভালবাসা পাই তবে আপনাদের জন্য অনেক ভাল কাজ করব কথা দিলাম। আপনারা যদি নিয়মিত আপনাদের সমস্যার কথা আমাদের কাছে জানান তবে আমরা অবশ্যই আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব। আমাদের ফেসবুক পেজ এ আপনি আপনার সমস্যা শেয়ার করতে পারেন। তাছারা আমাদের মেইল করতে পারেন এই ঠিকানায় pcbangladesh@gmail.com আপনাদের সহযোগিতা আমাদের আকান্ত কাম্য কারন আমরা প্রোফেসনাল ওয়েব ডেভেলপার নই । শুধু আমরা নিজেরা কম্পিউটার ব্যবহারে যে সব সমস্যার সম্মুখিন হয়েছে তার সমাধান দেয়ার চেষ্টা করেছি । যদি আপনাদের সমস্যাগুল শেয়ার করেন তবেই আমরা পারব ওয়েব সাইটটিকে সম্রিদ্ধ করতে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed