নীতিমালা


পিসি বাংলাদেশ ব্লগে পোস্ট/মন্তব্য লেখার পূর্বে আমাদের নীতিমালা সমূহ পড়ে নিন। পিসি বাংলাদেশ ব্লগে আপনাকে অবশ্যই আমাদের নীতিমালা মেনে পোস্ট/কমেন্ট করতে হবে।

১. এটি একটি প্রযুক্তি বিষয়ক বাংলা ব্লগ। তাই ব্লগে লেখা প্রকাশ করতে চাইলে লেখাটি অবশ্যই প্রযুক্তি সম্পর্কিত হতে হবে।

২. এই সাইটএ আপনি লেখক হিসেবে যোগ দিতে চাইলে আপনাকে অবশ্যই আমাদের ব্লগের নিয়ম কানুন মানতে হবে। 

৩.কম্পিউটার বিষয়ক টিপস অধিক গুরুত্ত দেয়া হবে।

৪. আংশিক পোস্ট লিখে বাকীটুকু পড়ার জন্য অন্য ব্লগ বা নিজের ব্যাক্তিগত ব্লগের ঠিকানা দেয়া যাবেনা। এখানেই সম্পূর্ণটা লিখতে হবে।

৫. শুধুমাত্র অর্থ উপার্জনের উদ্দেশ্য নিয়ে কোন লিঙ্ক দেয়া যাবে না। বিজ্ঞাপন অথবা এফিলিয়েট জাতীয় Ads ও এফিলিয়েট লিঙ্ক দিয়ে করা সর্ট লিঙ্ক (Short Link) ব্যাবহার করা যাবে না।

৬. ব্যাক্তিগত মোবাইল/টেলিফোন নাম্বার/ইমেইল ঠিকানা প্রকাশ করা যাবে না। ব্যাক্তিগত ইমেইলে কোন লিঙ্ক দেয়া যাবে না।

৭. মিথ্যা, অপ্রাসঙ্গিক, অশ্লীল, অন্যের ক্ষতি করে বা কপিরাইট আইন ভঙ্গ করে এমন কিছু প্রকাশ করা যাবে না। প্রযুক্তি বিষয়ক কোন সংবাদ প্রকাশ করতে চাইলে নির্ভরযোগ্য মাধ্যম সহ প্রকাশ করতে হবে।

৮. পর্ণ সাইটের লিঙ্ক বা পর্ণ ছবি/ভিডিও প্রকাশ করা যাবে না।

৯. পোস্টের মন্তব্যে অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ, উস্কানিমূলক, অশালীন বা আপত্তিকর শব্দ/বাক্য প্রকাশ করা যাবে না।

১০. শুধুমাত্র প্রচারনার উদ্দেশ্যে একই সাইটের বিভিন্ন উপাদান নিয়ে বিভিন্ন ভাবে লেখা যাবে না।

১১. কোন ব্যাক্তি/ব্লগ/ওয়েবসাইট/গোষ্ঠী/দল/প্রতিষ্ঠান বা ধর্ম কে হেয় বা ভাবমূর্তি নষ্ট করে এমন কিছু লেখা প্রকাশ করা যাবে না।

১২. রাজনৈতিক উদ্দেশে কিছু লেখা যাবে না।

১৩. কোন ওয়েব সাইটের প্রচারণার উদ্দেশ্যে লেখায়/মন্তব্যে কোন লিঙ্ক দেয়া যাবে না।

১৪. লেখা মানসম্মত না হলে প্রকাশ না করা বা প্রকাশিত লেখা বাদ দেয়ার অধিকার পিসি বাংলাদেশ কর্তৃপক্ষ সংরক্ষণ করে।


লেখক হবার নিয়মঃ

১. প্রথমে মেনু বার থেকে যোগাযোগ করুন মেনুতে ক্লিক করুন।
২. REGISTER AS AUTHOR(লেখক নিবন্ধন) এ ক্লিক করুন,একটি  ফর্ম আসবে সেখানে আপনার নাম, ইমেইল অ্যাড্রেস এবং মেসেস এ আপনার সম্পর্কে বিস্তারিত লিখুন।
৩. Send Message চাপুন। 
৪.  এর পর আপনার ইমেইল অ্যাকাউন্ট এ লগ ইন করুন। আপনি আমাদের কাছ থেকে কনফারমেসন ইমেইল পাবেন (৭২ ঘণ্টার মধ্যে)  সেটি ক্লিক করুন।
৫.রেজিস্ট্রেশন সম্পূর্ণ করুন।
৬.পোস্টিং শুরু করুন।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।
পিসি বাংলাদেশ কতৃর্পক্ষ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ