এন্ড্রয়েড মোবাইলের RAM বাড়ানোর গোপন টিপস

How to make android phone run faster: প্রযুক্তি যেমন এগিয়ে চলছে তেমনি মানুষের চিন্তা ধারা ও থেমে মেনেই।আমদের এই প্রযুক্তির যুগে মোবাইল হচ্ছে একটি মাধ্যম। এই মোবাইল ফোন প্রযুক্তির আরেকটি অংশ।
অ্যান্ড্রয়েড মোবাইল যেভাবে মানুষ মন কে জয় করেছে তেমনি প্রযুক্তির নাম ও করেছেন অনেক।অ্যান্ড্রয়েড মোবাইল ও এখন প্রযুক্তির সেরা।এমন কোন কাজ, এই অ্যান্ড্রয়েড দিয়ে হয় না তা বলা ঠিক না।
How to make android phone run faster:  আর বর্তমান সময়ের সবাই এখন Android device Use করি অনেকেই দামি এবং কম দামি আর সেটার উপর নির্ভর করে ফোনের RAM ।আর কম দামি ফোন কিনলে আপনি RAM ও কম পাবেন।আর RAM কম থাকলে ফোনে সব ধরনের apps ব্যবহার করে মজা পাওয়া যায় না।
How to make android phone run faster:  তাই আপনি আপনার ফোনে অসাধারন একটি RAM বাড়ানোর পদ্ধতি জেনে নিতে পারেন। একটি Best apps এর মাধ্যমে।
How to make android phone run faster:  তবে আপনার ফোনে অবশ্যই Rooted হতে হবে এবং আপনার SD-Card (10 class) এর হতে হবে। তানা হলে তে ভাল কোন গতি পাওয়া যাবে না।
How to make android phone run faster: প্রথমে আপনি আপনার ফোন থেকে BusyBox Installer apps বা Ram expender এবং simple root swap যে কোন একটি apps Download করে নিন।
১। এরপর আপনি যে apps টি Install করবেন সেটি ওপেন করুন।
২। Installe করার সময় Root পারমিশন যদি চায় তাহলে Allow করুন।
৩।size এর জায়গায় আপনার পরিমান মত RAM বাড়াবেন টাইপ করে।
৪।তারপর (re/Create) এ click করুন এবং কিছু সময় অপেক্ষা করুন।
৫।এর আপনার Swap file টি তৈরি হবে আপনার SD-Card এ।
৬।যদি আপনার Swap file টি তৈরি হয়ে যায় তাহলে on এ click করুন।
৭।তারপর আপনি info এ click করে দেখুন কাজ শুরু হয়ে যাবে।
Part-1
যেমন এখনে দেখে নিন:How to make android phone run faster: 
andriod ram
Part-2
যেমন এখনে দেখে নিন:How to make android phone run faster: 
increase Ram
বিশেষ দ্রষ্টব্য: আপনার ফোন অবশ্যই Rooted হতে হবে এবং আপনার SD-Card (10 class) এর হতে হবে।তা না হলে তেমন গতি হবে না। How to make android phone run faster.
পোষ্টটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
ধন্যবাদ সবাইকে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ