এখন থেকে কেউ ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার থেকে কেউ হুমকি দিলে ল্যান্ডফোন বা মোবাইল নাম্বার ট্র্যাকিং করে তার লোকেশান বের করে ফেলুন, মোবাইল নাম্বার ট্র্যাকিং সিস্টেমটা জেনে রাখুন, মোবাইল ট্র্যাকিং সিস্টেমটা আপাতত বন্ধ আছে পরবর্তীতে চালু হলে আবার চেষ্টা করেন ।
ল্যান্ডফোন
বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।
এই কাজটি করতে প্রথমে লিংকে ক্লিক করুনঃ
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে
প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন।
এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।
জিপি সিম এর লোকেশান===============
১. এই ঠিকানায় গিয়ে
রেজিস্ট্রেশন করুন।
এর পর ইমেইল ভেরিফাই এর মাধ্যমে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন ।
এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।
আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।
আপনার কোড আপনার মোবাইল এ চলে যাবে ২০ মিনিটের মধ্যে কোড দিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।
এরপর এখানে যেয়ে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুনবেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
এবার দেখুন আপনার লোকেশান দেখা যাবে গুগল ম্যাপ এ ।
গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে
এসএমএস এর মাধ্যমে=============
প্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নম্বর <প্রিয়জনের নাম> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!
তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart <স্পেস> আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add <স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y <অটো জেনারেটেড কোড> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
চার্জ ২.৩০ টাকা/এসএমএস, কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়
===================================================================================================================
বোনাস
===================================================================================================================
এখুন আপনার জিপি মোবাইল সিম এর সকল তথ্য পান আপনার কম্পিউটার এ ……
রেজিষ্টার করে নিন আপনার মোবাইল নাম্বার দিয়ে
তারপর আপনার মোবাইল একটি কোড যাবে সেটি দিয়ে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন । এবার লগিন করে দেখেন আপনার সিমের সকল তথ্য আপনার সামনে ।
বিঃদ্রঃ দয়া করে চুপি চুপি কারো ফোন ট্রাক করবেন না।কোনো অনৈতিক কাজে ব্যবহার করবেন না। প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করুন।
ল্যান্ডফোন
বাংলাদেশে ল্যান্ডফোন ব্যবহারকারী অপরিচিত কারো পরিচয় জানার প্রয়োজন হতে পারে। যে কোন ল্যান্ড ফোন নাম্বার দিয়েই আপনি ইচ্ছা করলে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে পারবেন। খুব সহজ একটি পদ্ধতিতে এটি করা যায়। চলুন দেখি কিভাবে এটি করা যায়।
এই কাজটি করতে প্রথমে লিংকে ক্লিক করুনঃ
এরপর নিচের ছবির ধাপ গুলো অনুসরণ করুনঃ
লগইন এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবে
প্রথমে CUSTOMER ID (AREA CODE + PHONE) এ আপনি যে ফোন নাম্বার ব্যবহার করে ব্যবহারকারীর নাম ও ঠিকানা বের করতে চান সেই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান। এরপর PASSWORD হিসেবেও একই নাম্বারটি ০২ সহ প্রবেশ করান এবং লগইন করুন।
এবার নিচের ছবি অনুসারে কাজ করুনঃ
PRINT/VIEW CUSTOMER BILL এ ক্লিক করলে নিচের ছবির মত একটি পেইজ আসবেঃ
মার্ক করা অপশন দুটোর যে কোন একটিতে ক্লিক করুন। নিচের ছবির মত আরেকটি পেইজ আসবে।
এরপর মাস ও বছর লিখে সাবমিট করুন। নিচের ছবির মত আপনি একটি বিল দেখতে পাবেন যেখানে ব্যবহারকারীর নাম ও ঠিকানাও থাকবে। এভাবেই অপরিচিত যে কারও নাম ও ঠিকানা বের করতে পারবেন। এছাড়াও বিটিসিএল এর গ্রাহকরাও নিজেদের টেলিফোন বিল ইন্টারনেটে দেখতে পারবেন।
জিপি সিম এর লোকেশান===============
১. এই ঠিকানায় গিয়ে
রেজিস্ট্রেশন করুন।
এর পর ইমেইল ভেরিফাই এর মাধ্যমে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন ।
এবার ছবিতে দেখানো Developer Test Phone এ ক্লিক করুন।
আপনার গ্রামীনফোন মোবাইল নম্বরটি দিন। ফরম্যাটটি হবে 88017XXXXXXXX ধরণের। এরপর Save করুন।
আপনার কোড আপনার মোবাইল এ চলে যাবে ২০ মিনিটের মধ্যে কোড দিয়ে Change Test Phone এ ক্লিক করুন। অ্যাকাউন্ট ভেরিফাই হবে।
এরপর এখানে যেয়ে আপনার ইউজারনেম, পাসওয়ার্ড, মোবাইল নম্বর দিয়ে (যেই নম্বর দিয়ে ভেরিফিকেশন করেছেণ) Log In করুনবেশ কিছুক্ষণ সময় নেবে। ধৈর্য ধরে অপেক্ষা করুন।
এবার দেখুন আপনার লোকেশান দেখা যাবে গুগল ম্যাপ এ ।
গুগলমাপের মাধ্যমে সর্বোচ্চ ১.২ কিলোমিটার রেডিয়াস অ্যাকুরেসিতে আপনার লোকেশন কম্পিউটারে দেখতে পারবেন পৃথিবীর যেকোনো স্থান থেকে
এসএমএস এর মাধ্যমে=============
প্রিয়জনের অবস্থান জানার জন্য টাইপ করুন locate <স্পেস> প্রিয়জনের নম্বর <প্রিয়জনের নাম> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। ফিরতি এসএমএস জানিয়ে দেবে প্রিয়জনের অবস্থান!
তবে এ সার্ভিস উপভোগ করার আগে বাডি ট্র্যাকার সার্ভিসে রেজিস্ট্রেশন করাতে হবে। সার্ভিসটি চালু করার জন্য টাইপ করুনstart <স্পেস> আপনার নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে। এক্ষেত্রে আপনার প্রিয়জনের আপনার পাঠানো ট্র্যাকিং রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে।
ট্র্যাকিং লিস্টে প্রিয়জনকে অ্যাড করার জন্য টাইপ করুন add <স্পেস> প্রিয়জনের নম্বর <স্পেস> প্রিয়জনের নাম আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কোন প্রিয়জনের কাছ থেকে অ্যাড রিকোয়েস্ট পাওয়ার পর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার জন্য টাইপ করুন y <অটো জেনারেটেড কোড> আর পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে, আর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট না করতে চাইলে n <অটো জেনারেটেড কোড> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
কখনো বাডি ট্র্যাকার সার্ভিস বাদ দিতে চাইলে <stop> টাইপ করে পাঠিয়ে দিন ৩০২০ নম্বরে।
চার্জ ২.৩০ টাকা/এসএমএস, কোন মাসিক রেন্ট প্রযোজ্য নয়
===================================================================================================================
বোনাস
===================================================================================================================
এখুন আপনার জিপি মোবাইল সিম এর সকল তথ্য পান আপনার কম্পিউটার এ ……
রেজিষ্টার করে নিন আপনার মোবাইল নাম্বার দিয়ে
তারপর আপনার মোবাইল একটি কোড যাবে সেটি দিয়ে এ্যকাউন্ট অ্যাক্টিভ করে নিন । এবার লগিন করে দেখেন আপনার সিমের সকল তথ্য আপনার সামনে ।
বিঃদ্রঃ দয়া করে চুপি চুপি কারো ফোন ট্রাক করবেন না।কোনো অনৈতিক কাজে ব্যবহার করবেন না। প্রযুক্তিকে সঠিক পথে পরিচালিত করুন।
2 মন্তব্যসমূহ
It's in fact very complicated in this full of activity
উত্তরমুছুনlife to listen news on Television, thus I simply use world wide web for
that reason, and take the most recent news.
My webpage ... free Psn card codes
আপনার Talent পোষ্টের জন্য আপনাকে ধন্যবাদ।
উত্তরমুছুনআপনি এরকম ছাড়াও আরও অনেক Technology Post খুজে পাবেন।
এখানে------- প্রযুক্তি এখন সবার আগে সবার কাছে
No Spam Link is Allowed