খুব সহজেই আপনার পিসির যে কোন ফাইল লক করুন, কোন সফটওয়ার ছাড়াই…

images
পরম করুণাময় আল্লাহ তায়ালার নামে শুরু করছি।
সবাইকে সালাম অ শুভেচ্ছা। আশাকরি আল্লাহ তায়ালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমার কথা আর কি বলবো, ভালো আছি বলেই লিখতে পারছি। মহান আল্লাহ তায়ালার উদ্দেশ্যে অশেষ শুকরিয়া যে, তিনি আমাকে সুস্থ এবং ভালোই রেখেছেন।
আজ আমি আপনাদের মাঝে শেয়ার করবো কিভাবে আপনার ব্যক্তিগত ফাইল কে লক করবেন কোন সফটওয়ার ছাড়াই। অনেক সময় আমরা ফাইল লক করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়ার ব্যাবহার করে থাকি। কিন্তু, লক করার পর যদি উইন্ডোজ সেট আপ দেওয়া হয়, তাহলে সেই ফাইল টি Corrupt. হয়ে যাবার সম্ভাবনা থাকে। তাই যদি অন্য ভাবে আমরা ফাইল টি লক করি, আমাদের ফাইল টি সব সময় নিরাপদ থাকবে।
প্রথমে আপনার পিসির যে ফাইল টি লক করতে চান, সেই ফোল্ডার টি ওপেন করুন। (ফাইল ওপেন করবেন না)
এবার যে ফাইল টি লক করতে চান, তার উপরে মাউসের কার্সর টি রাখুন।
এবার রাইট বাটন এ ক্লিক করে Rename অপশন টি সিলেক্ট করুন।
2013_08_22_23_02_17_
এখন আপনার ফাইলের নাম এর শেষে যে ফরম্যাট এর নাম আছে, যেমনঃ MKV, AVI, MPEG, JPG, DOC, DOCX, MP3, MP4, WMV, EXE ইত্যাদি ইত্যাদি। সেগুলোকে পরিবর্তন করে অন্য কোন নাম দিন, যেগুলো নাম কোনও ফরম্যাটে নেই। যেমনঃ-hfjh, hsdf, mll, wre, jsk, ইত্যাদি ইত্যাদি…
2013_08_22_23_12_08_Hindi
ফরম্যাট টি পরিবর্তন করেছি, নিচের ছবিটি লক্ষ করুন,
2013_08_22_23_17_13_Hindi
এখন এন্টার বাটনে চাপ দিন। নিচের ছবির মত একটি উইন্ডো আসবে,
2013_08_22_23_19_08_Rename
পুনঃরায় এন্টার বাটন চাপ দিন। নিচের ছবির মত দেখাবে।
2013_08_22_23_31_51_Hindi
ব্যাস, আপনার কাজ শেষ। এখন যদি আপনি এটিকে আনলক করতে চান, তাহলে পুর্বের ফরম্যাট টি পরিবর্তন করে দিন, তাহলেই হয়ে যাবে।
বিঃ দ্রঃএই পদ্ধতিটি আপনার এন্ড্রয়েড/সিম্বিয়ান মোবাইলেও ব্যবহার করতে পারবেন।
সতর্কতাঃ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, যে ফাইল টি আপনি লক করছেন, সেটি কোন ফরম্যাট এর ছিল।
আশাকরি এই পোস্ট টি আপনাদের কাজে লাগবে। আর যদি ভুলত্রুটি হয়ে থাকে, তাহলে ছোট্ট একটি মন্তব্যের মাধ্যমে জানিয়ে দিবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

No Spam Link is Allowed