ছবি তোলা বা গান শোনা আগের থেকে আরও দ্রুত হয়ে গেছে। হাতে থাকা একখানি স্মার্টফোন দিয়ে আপনি কি না করতে পারেন। এই সবের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো তো রয়েছেই। ইদানিং কালে বাজেট স্মার্টফোনের গুরুত্বই সবচেয়ে বেশি। তার উপর ট্রিপল ক্যামেরা যোগ করেছে নতুন মাত্রা। আপনাদের জন্য তাই রইল বাজেটে ট্রিপল ক্যামেরা-যুক্ত স্মার্টফোনের তালিকা।
Redmi Note 8
বাজারে নতুন লঞ্চ করেছে Redmi-র নয়া এই স্মার্টফোন। এতে রয়েছে 48 মেগাপিক্সেলের AI-যুক্ত ক্যামেরা। এছাড়াও এতে রয়েছে 4000mAh ব্যাটারি। 6.3 ইঞ্চির এই স্মার্টফোনে আছে 4GB RAM ও 64GB স্টোরেজ।
Official Price:
৳17,499 3/32 GB
৳18,999 4/64 GB
৳20,999 4/128 GB
৳18,999 4/64 GB
৳20,999 4/128 GB
Unofficial Price:
৳14,000 3/32 GB
৳17,500 4/64 GB
৳20,000 6/128 GB
৳16,000 4/64 GB [CN]
৳18,000 6/64 GB [CN]
৳17,500 4/64 GB
৳20,000 6/128 GB
৳16,000 4/64 GB [CN]
৳18,000 6/64 GB [CN]
Honor 20i
24 মেগাপিক্সেলের এই স্মার্টফোনে আরও দুটি ক্যামেরা যথাক্রমে 8 ও 2 মেগাপিক্সেলের। 6.21 ইঞ্চির FHD ডিসপ্লের স্মার্টফোনে রয়েছে 4GB RAM ও 128 GB স্টোরেজ। এর ব্যাটারি ক্ষমতা 3400mAh।
Price:
৳ 31,000
Samsung Galaxy M30s
6.4 ইঞ্চির এই ফোনে রয়েছে 4GB RAM ও 64 GB স্টোরেজ। Galaxy M30s-এর ব্যাটারি ক্ষমতা 6000mAh। এতে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। রয়েছে 8 ও 5 মেগাপিক্সেলের আরও দুটি ক্যামেরা।
Price:
৳ 16,990
Xiaomi Redmi Note 8 Pro
বিনা বাধায় গেমিংয়ের অভিজ্ঞতার জন্য Note 8 Pro ভালো পছন্দ। এতে রয়েছে Helio G90T প্রসেসর। যাতে রয়েছে গেম-টার্বো এবং লিক্যুইড কুলিং টেকনলজি। Note 8 Pro-তে রয়েছে 6.53 ইঞ্চির ডিসপ্লে এবং 2.5D কার্ভের গ্লাস। এতে আছে Alexa ফিচারও। 6GB RAM ও 128GB স্টোরেজের এই ফোনে রয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা।
৳ 16,990
অরো দেখুনঃ
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed