এখন আর কেউ আপনার মোবাইল Bluetooth দিয়ে Data send করতে পারবে না…


index2


শুরুতে আমার সালাম নিবেন। কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন? আমিও আল্লাহর অশেষ রহমতে ভালই আছি।একটু সময় করে দেখুন আপনার কাজে আসতে পারে।
আজ আপনাদের সাথে কোন সফটওয়্যার নিয়ে কথা বলব না।
আজ আপনাদের একটি  টিপস দিব।হয়ত অনেকে জানেন আবার অনেকে জানেন না। যারা জানেন না শুধু মাত্র তাদের জন্য এই post…………………
ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।

অনেক সময় আমাদের মোবাইল ফোন আমাদের ফ্রেন্ড রা নিয়ে থাকে। মোবাইল এর ব্লুতুথ ব্যবহার করে। মোবাইলে আপনার পারসনাল কিছু থাকে পারে। আর সে গুলু ব্লুতুথ এর মাধ্যমে অনায়াসে send করে শেয়ার করা যায়। এখন যদি এমন হয় যে আপনার ব্লুতুথ অন থাকবে কিন্তু কোন কিছু send হবে না।তাহলে কেমন হয়? হ্যা আজ আপনাদের কে আমি সেই রকম একটি টিফস দিব। যাতে আপানার মোবাইল এর ব্লুতুথ অন থাকবে কিন্তু কোন কিছু send হবে না।
কি ভাবে করবেন ?
আসুন দেখা যাক …
প্রথম এ আপনি আপনার Mobile Bluetooth on করুন।
তারপর *#9990# ডায়াল করুন।ব্যাস আপনাদের কাজ শেষ।
এখন আর আপনাদের মোবাইল এর ব্লুতুথ অন থাকলে ও কোন কিছু send হবে না।

বিঃ দ্রঃ- আপনার মোবাইল restart করলে আগের মত ঠিক হয়ে যাবে। তখন আবার data send করতে পারবেন।




সবাই ভাল থাকেন এই কামনায় আজ এই পর্যন্ত ।আল্লাহ হাফেজ ।
ভাল লাগলে কমেন্ট করতে ভুলবেন না।
আপনাদের কমেন্ট পেলে আমরা উৎসাহ পাই।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

No Spam Link is Allowed