কেমন আছেন সবাই? আজ আপনাদের শেয়ার করব খুবই দরকারি একটি পোষ্ট যা বাংলায় অন্য কোথাও পাবেন না।যারা অনলাইন থেকে কেনা কাটা বা যেকোন পেমেন্ট অনলাইনে করতে চান তাদের একটি মাস্টারকার্ড এর বিকল্প নেই বললেই চলে।আপনারা জানেন মাস্টারকার্ড পাওয়াটা মোটেই সহজ বিষয় নয়।কিন্ত বাংলাদেশীদের জন্য মাস্টারকার্ড পাওয়া এখন পানির মত সহজ, তাও আবার মাত্র ৫৭৫ টাকায়।(EBL Master Card Only 575 Taka) এই দারুন সেবাটি প্রদান করছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড।
ইবিএল মাস্টারকার্ড অ্যাকোয়া প্রিপেইড কার্ডটি EMV চিপ কার্ড, অনেকগুলি সুবিধার সাথে একটি বান্ডিল। এটি আপনার একক কার্ডের সাথে প্রতিদিনের ব্যয় করার জন্য আপনার সুরক্ষা, সুবিধা এবং নমনীয়তা নিশ্চিত করবে। এটি যে কোনও ইবিএল(ইস্টার্ন ব্যাংক লিমিটেড) শাখার কাছ থেকে কিনতে পারেন যা অর্থ জমা দেওয়ার সাথে সাথে তাৎক্ষণিকভাবে পাবেন। আপনি কোনও অ্যাকাউন্ট না করেই যে কোন ইবিএল শাখা থেকে এই কার্ডটি নিতে পারবেন। যখনই প্রয়োজন হয় আপনি টাকাও পুনরায় লোড করতে পারেন।
ফিচারঃ
১। ডুয়াল কারেন্সি ইভিএম প্রিপেইড কার্ড।
২। দেশজুড়ে শত শত অংশীদারি বণিকদের সাথে ছাড়ের সুবিধা।
৩। বিশ্বব্যাপী 24x7 তহবিলগুলিতে দ্রুত অ্যাক্সেস পাওয়া।
৪। ইন্টারন্যাশনাল ও লোকাল শপিং।
৫। কোন একাউন্ট ছাড়াই ব্যাংকিং এর সুবিধা।
৬। যেকোন এটিএম বুথ থেকে টাকা তোলার সুবিধা।
৭। অনলাইনে টাকা পেমেন্ট করার সুবিধা।
৮। কার্ডটির মেয়াদ পাবেন ৩ বছর।
কার্ড পাওয়ার যোগ্যতাঃ
১। আপনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
২। আপনার বয়স ১৮ বছর হতে হবে।
যাযা লাগবেঃ
১। আবেদন ফর্ম।
২। ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট এর কপি।
৩। পাসপোর্ট সাইজের ছবি ২ কপি।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed