সবাইকে বড় দিনের শুভেচ্ছা (Marry Christmas)


আজ বড়দিন (Christmas).  সারা পৃথিবীর খৃষ্টান ধর্ম অনুসারীদের কাছে সব থেকে বড় উৎসব। আজকের এই দিনে কুমারী মায়ের গর্ভে এসেছিল এক শিশু যে পথ হারা মানুষদের আলোর সন্ধান দেখিয়েছে, তিনি হলেন যীশু বা ঈশা মসীহ। এই দিনকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠে সারা বিশ্ব,বিশেষ করে ইউরোপ ও আমেরিকার দেশগুলো। বাংলাদেশ ০.৫% সংখ্যালঘু খৃষ্টানের দেশ হলেও এই দিনে সাজে নতুন রংঙে। এই দিনের বিশেষ আকর্ষনের মধ্যে রয়েছে মজার মজার খাবার, সান্টাক্লোসের দেওয়া উপহার ইত্যাদি।

Christmas


এসবতো কেবল মাত্র কিছু সামাজিক আচার অনুষ্ঠান। মূল বিষয় হচ্ছে যীশুর আদর্শে অনুপ্রানিত হওয়া, সকল অন্যায় থেকে বিরত থাকা ও মানুষকে সহযোগিতা করা।

আর বিশেষ কিছু বলবনা। পিসি বাংলাদেশ টিম এর পক্ষ থেকে সকল খৃষ্টান ভাই বোন কে জানাই বড় দিনের শুভেচ্ছা। আশা করি আপানারা আমাদের সাথেই থাকবেন।


শুভ বড়দিন(Marry Christmas)


আরো পড়ুনঃ 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ