আনলিমিটেড ফ্রী এসএমএস করুন যত খুশি , Registration ছাড়াই |
আমার কাছে ফ্রী এসএমএস করার সবচেয়ে সহজ উপায় আছে। আজ আপনাদের সাথে শেয়ার করলাম।
বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক।
১. প্রথমে এই লিঙ্কে গুতা মারেন ।
২. From : বক্সে আপনার মোবাইল নং লিখবেন। + বাদ দিয়ে 88 সহ যেমনঃ 880196267029
৩. Destinatio: বক্সে বাংলাদেশ সিলেক্ট করে দিন।
৪. To : এর বক্সে যাকে এসএমএস করবেন তার নাম্বার এই ফরম্যাটে টাইপ করুন যেমন ঃ 193393548
(খেয়াল রাখবেন এখানে 088 ব্যাবহার হবে না।)
৫. Message : এ আপনার এসএমএস টাইপ করে সেন্ড করে দিন।
দেখবেন এসএমএস করার সাথে সাথে সেন্ড হয়।
আপনি পরীক্ষা করে দেখতে চাইলে আপনার নিজ নাম্বার এ এসএমএস সেন্ড করে দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে । ভাল থাকুন । আমাদের ব্লগ লিঙ্ক টা আপনার ফ্রেন্ডস এর সাথে শেয়ার করবেন ।
আমাদের সাথেই থাকুন । আরও অনেক কিছু পাবেন …………।।
1 মন্তব্যসমূহ
এইটা কি সত্যিই কাজ করে??
উত্তরমুছুনNo Spam Link is Allowed