সিম্ফনি মোবাইল বাংলাদেশের বাজার ধরতে খুব বেশি সময় নেয়নি। কমমূল্যে সেট পাওয়া যায়, তাই বাংলাদেশের মানুষ লুফে নিচ্ছে সিম্ফনির নিত্য নতুন সেট। এবছরের মার্চ মাসেই বাজারে তারা এনেছে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ২৫।
শুরুতেই দাম বলে দেই। এর দাম হচ্ছে ৯৪৯০ টাকা।
সাধারণ কথা:
সিম্ফনির এ মডেলটি দেখতে খুব সুন্দর। হাতে নিয়ে ধরতে কোনো অস্বস্তিবোধ হবে না। দেখতে চিকন গড়নের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২,৩ (Gingerbread)।
সিম্ফনির এ মডেলটি দেখতে খুব সুন্দর। হাতে নিয়ে ধরতে কোনো অস্বস্তিবোধ হবে না। দেখতে চিকন গড়নের। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ২,৩ (Gingerbread)।
ক্যামেরা:
আধুনিক মনের ব্যবহারকারীরা এ মডেলের সেট ব্যবহার করে মজা পাবেন। বিশেষ করে ৫ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ছবি খুব একটা খারাপ আসবে না। অন্যদিকে এইচডি ফরমেটে মুভিও দেখতে পারবেন। এ মডেলটিকে বলা হয়, ফটোগ্রাফিক মডেল।
আধুনিক মনের ব্যবহারকারীরা এ মডেলের সেট ব্যবহার করে মজা পাবেন। বিশেষ করে ৫ মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে ছবি খুব একটা খারাপ আসবে না। অন্যদিকে এইচডি ফরমেটে মুভিও দেখতে পারবেন। এ মডেলটিকে বলা হয়, ফটোগ্রাফিক মডেল।
থ্রিজি সুবিধা:
অনেক কমমূল্যের সেটগুলোতে থ্রিজি সুবিধা পাওয়া যায় না। যেহেতু বাংলাদেশে এখন থ্রিজি সুবিধা চালু হয়েছে। ধীরে ধীরে ভিডিও কলের সুবিধার দিকে মানুষ ঝুকবে। তখন এর চাহিদা বেড়ে যাবে। সিম্ফনির ডব্লিউ২৫ মডেলে থ্রিজি উপভোগ করার সব সুবিধা আছে। যদিও এখনও ভিডিও কল সুবিধা সবগুলো মোবাইল প্রতিষ্ঠানগুলো দিচ্ছে না। তবে ইন্টারনেট কানেকশন দিয়ে স্কাইপিতে বন্ধুর সঙ্গে ভিডিও আলাপে মগ্ন হওয়া যাবে।
অনেক কমমূল্যের সেটগুলোতে থ্রিজি সুবিধা পাওয়া যায় না। যেহেতু বাংলাদেশে এখন থ্রিজি সুবিধা চালু হয়েছে। ধীরে ধীরে ভিডিও কলের সুবিধার দিকে মানুষ ঝুকবে। তখন এর চাহিদা বেড়ে যাবে। সিম্ফনির ডব্লিউ২৫ মডেলে থ্রিজি উপভোগ করার সব সুবিধা আছে। যদিও এখনও ভিডিও কল সুবিধা সবগুলো মোবাইল প্রতিষ্ঠানগুলো দিচ্ছে না। তবে ইন্টারনেট কানেকশন দিয়ে স্কাইপিতে বন্ধুর সঙ্গে ভিডিও আলাপে মগ্ন হওয়া যাবে।
অ্যাপলিকেশন:
অনেকগুলো অ্যাপলিকশন আছে সিম্ফনির এ মডেলে। খেলার জন্য অ্যাংরি বার্ড পাওয়া যাবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। যেমন, ফেসবুক, টুইটার। এছাড়াও গুগল সার্চ, গুগল ম্যাপ অ্যাপ, জিমেইল ব্যবহারের সুযোগ আছে। সঙ্গে তো ওয়াইফাই সেবাও আছে। স্কাইপির কথা তো বলেই ফেলেছি। বাড়তি হিসেবে বলতে হয় ইউটিউবের কথা। ইন্টারনেট স্পিড ভালো থাকলে মোবাইলের এইচডি স্ক্রিনে দেখা যাবে পছন্দের সব ভিডিও।
অনেকগুলো অ্যাপলিকশন আছে সিম্ফনির এ মডেলে। খেলার জন্য অ্যাংরি বার্ড পাওয়া যাবে। এছাড়াও সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারবেন। যেমন, ফেসবুক, টুইটার। এছাড়াও গুগল সার্চ, গুগল ম্যাপ অ্যাপ, জিমেইল ব্যবহারের সুযোগ আছে। সঙ্গে তো ওয়াইফাই সেবাও আছে। স্কাইপির কথা তো বলেই ফেলেছি। বাড়তি হিসেবে বলতে হয় ইউটিউবের কথা। ইন্টারনেট স্পিড ভালো থাকলে মোবাইলের এইচডি স্ক্রিনে দেখা যাবে পছন্দের সব ভিডিও।
ব্যবহারকারীর ইচ্ছা থাকলে আরও অ্যাপলিকেশন ডাউনলোড করে নিতে পারবে। এতে কোনো সমস্যা হবে না।
ডিসপ্লে:
৩.৪ টিএফটি ফুল টাচ স্ক্রিনের সেট সিম্ফনি ডব্লিউ২৫। ৫ মেগাপিক্সেল ক্যামেরা মোবাইলের পেছনের দিকে আছে। সামনেও একটি ক্যামেরা আছে। কারণ, লাইভ ভিডিও কলের সুবিধায় তো ব্যবহারকারীর ছবিও ওপারের বন্ধুটির দেখতে হবে। এজন্য .৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
৩.৪ টিএফটি ফুল টাচ স্ক্রিনের সেট সিম্ফনি ডব্লিউ২৫। ৫ মেগাপিক্সেল ক্যামেরা মোবাইলের পেছনের দিকে আছে। সামনেও একটি ক্যামেরা আছে। কারণ, লাইভ ভিডিও কলের সুবিধায় তো ব্যবহারকারীর ছবিও ওপারের বন্ধুটির দেখতে হবে। এজন্য .৩ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।
ভালো মন্দ:
ভালো খারাপ চিন্তা করলে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ২৫ মডেলটি ভালো। মন্দ দিক তেমন নেই। তারপরও ব্যবহারকারীরা ব্যাটারির চার্জ নিয়ে হয়ত একটু মন খারাপ করতে পারে।
ভালো খারাপ চিন্তা করলে সিম্ফনি এক্সপ্লোরার ডব্লিউ২৫ মডেলটি ভালো। মন্দ দিক তেমন নেই। তারপরও ব্যবহারকারীরা ব্যাটারির চার্জ নিয়ে হয়ত একটু মন খারাপ করতে পারে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed