আজকাল আমাদের দিনের বেশিরভাগ সময় কাটে ফেসবুকে, চ্যাট করে, কমেন্ট-লাইক-শেয়ার করে। বলা যায় ডিজিটাল দুনিয়ার এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাড়িয়েছে ফেসবুক। প্রায় প্রতিটি ইন্সট্যান্ট ম্যাসেঞ্জার এ ফেসবুকে চ্যাট করার সুবিধা আছে, ডেক্সটপ পাবলিশার গুলোতে ফেসবুকে ষ্ট্যাটাস দেওয়ার সুবিধা। সবাই ফেসবুককে কেন্দ্র করে নিজের ব্যবসাকে সম্প্রসারিত করছে।
আর এই ফেসবুক ম্যানিয়াতে পিছিয়ে নেই ব্রাউজার কিং মোজিলা ফায়ারফক্স। সাম্প্রতিকালে ফায়ারফক্সের সর্বশেষ বেটা ভার্সন ( পোষ্ট লেখা পর্যন্ত 17.0b3) এ মোজিলা যোগ করেছে " ফেসবুক ম্যাসেঞ্জার ফর ফায়ারফক্স "। এটা কোন অ্যাড-অন নয়।
আসুন দেখি ব্যাপারটা আসলে কি?
ছবিতে রিলেটেড অংশের বর্ননা দেওয়া আছে, কোনটা কি !
দেখতে পাচ্ছেন, জি-মেইলে মেইল চেক করার সময় ডান পার্শ্বে ফেসবুকিং চলছে !
কিভাবে?
কঠিন কিছু নয়। প্রথমে আপনাকে ডাউনলোড করতে হবে ফায়ারফক্সের লেটেষ্ট বেটা ভার্সন।
এরপর সেটা ইন্সটল করুন।
এরপর সোজা চলে যান "ফেসবুক ম্যাসেঞ্জার ফর ফায়ারফক্স" এর পোর্টালে !
উপরের ছবির মতো একটা স্ক্রিন পাবেন। ছবিতে লাল মার্ক করা একটা বাটন দেখা যাচ্ছে। আপনি ঐ বাটনে ক্লিক করুন, ব্যাস কাজ শেষ। এরপর আপনি পেয়ে যাবেন আপনার কাংখিত ফেসবুক ম্যাসেঞ্জার ফর ফায়ারফক্স !
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed