ডট বিডি(.bd) ডোমাইন নামের অজানা তথ্য

প্রিয় পিসি বাংলাদেশ ভিউয়ারস , সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই পোষ্টটি। আজকের পোষ্টের বিষয় বস্তু হচ্ছে ডট বিডি(.bd) ডোমাইন নামের অজানা তথ্য।আশা করি জেনে উপকৃত হবেন।


ডট বিডি(.bd) ডোমাইন বাংলাদেশের জন্য ইন্টার নেট থেকে প্রদত্ত একটি রাষ্ট্রীয় সংকেত ও ডোমেইন সাফিক্স। বাংলাদেশের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীন ডাক ও টেলিযোগাযোগ বোর্ড (বাংলাদেশ টেলিফোন এন্ড টেলিগ্রাফ বোর্ড) ডট বিডি(.bd) -র নিবন্ধন ও ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করে থাকে। বিটিসিএল সরাসরি ডট বিডি(.bd) এর অধীনে কোন ডোমেইন নিবন্ধন অনুমোদন করে না, ডোমেইন নামকে অবশ্যই কোন একটি সাবডোমইন হতে হবে। এই মুহূর্তে  যে সমস্ত সাব ডোমেইনের নিবন্ধন অনুমোদন দেওয়া হয় তা হলঃ




সাব-ডোমেইন     ধরন নিবন্ধন যোগ্যতার
.com.bd         ব্যবসায়িক   সংস্থার বা ব্যক্তিদের
.edu.bd        শিক্ষাপ্রতিষ্ঠান  শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ
.ac.bd         বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়সমূহ
.net.bd         নেটওয়ার্ক আন্তর্জাল সংযোগ সংস্থা
.gov.bd         সরকার কেবলমাত্র প্রশাসন, আইন,বিচার ও অন্যান্য সরকারি সম্পর্কিত বিষয়ে সীমাবদ্ধ
.org.bd        বিভিন্ন  সংস্থাসমূহের জন্য ।
.mil.bd         সামরিক বাহিনী কেবলমাত্র সামরিক বাহিনী ও সামরিক বাহিনীর প্রতিষ্ঠানের সম্পর্কিত ।
.বাংলা         যে কোনো (ব্যবহারে এখনো শুরু হয়নি )


ডট বিডি(.bd) এর অধীনে কোন ডোমেইন নিবন্ধন করতে হলে অবশ্যই বিটিসিএল বরাবর নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরমের সাথে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। আবেদন ফরম  ও ফি এর পরিমান এবং অন্যান্য তথ্য বিটিসিএল এর ওয়েব সাইটে পাওয়া যাবে। এই মুহূর্তে বিটিসিএল তৃতীয় কোন পক্ষের মাধ্যমে ডোমইন নিবন্ধন করতে অনুমোদন দেয় না।

নিবন্ধনকৃত ডোমেইনের তথ্য নিয়ে বিটিসিএল একটি হুইজ ডেটাবেস পরিচালনা করে থাকে।

পোষ্টটি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন।

আরো দেখুনঃ

1. ডোমেইন ও হোষ্টিং কিনুন বিকাশ পেমেন্টে
2. ইন্টারনেট টিপস ও ট্রিক্স



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ