নষ্ট মেমোরি কার্ড বা পেনড্রাইভ ঠিক করার উপায়: আমরা সবাই মেমরি কার্ড বা পেনড্রাইভ ব্যবহার করি। অনেক সময়ই দেখা যায় আমরা মেমোরি কার্ড বা পেনড্রাইভ স্বাভাবিকভাবে ফরম্যাট করতে পারছি না। যার ফলে আমরা অনেক সময় পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি ফেলে দেই বা নষ্ট করে ফেলি।সাধারণত পেনড্রাইভ বা মেমোরি কার্ডে ভাইরাস এ আক্রমণ করলে এই রকম হয়ে থাকে। আজ আমরা আলোচনা করব কিভাবে ভাইরাস এ আক্রমণ করা পেনড্রাইভ বা মেমোরি কার্ড ফরম্যাট করে সারিয়ে তুলা যায়। মেমোরি কার্ড বা পেনড্রাইভ ফরম্যাট করার জন্য উইন্ডোজ অপারেটিং সিস্টেমের Command Prompt ব্যাবহার করে এই সমস্যার সমাধান করা যায়। নিচে কার্য প্রক্রিয়ার ধারাবাহিক বর্ণনা দেয়া হল।
১। প্রথমে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে Run মেনুতে cmd লিখে এন্টার প্রেস করুন।
২। কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার প্রেস করুন।
৩। এরপর টাইপ করুন list disk তার পর এন্টার প্রেস করুন।
৪।এরপর আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে।যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।
৫।এরপর clean লিখে এন্টার প্রেস করুন।
৬। create partition primary লিখে এন্টার দিতে হবে।
ব্যাস, কাজ শেষ। এর পর আপনার My computer এ ঢুকে পেনড্রাইভটি ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।আপনি আবার পেনড্রাইভটি ব্যাবহার করতে পারবেন।
পোষ্টটি ভালো লাগলে কমেন্ট করবেন।
আরো দেখুনঃ
১। এন্ড্রয়েড মোবাইলের RAM বাড়ানোর গোপন টিপস
২। কম্পিউটার টিপস ও ট্রিক্স
১। প্রথমে আপনার পেনড্রাইভ বা মেমোরি কার্ডটি কম্পিউটারে যুক্ত করুন। এরপর কমান্ড প্রম্পট চালু করতে Run মেনুতে cmd লিখে এন্টার প্রেস করুন।
২। কমান্ড প্রম্পট চালু হলে diskpart লিখে এন্টার প্রেস করুন।
৩। এরপর টাইপ করুন list disk তার পর এন্টার প্রেস করুন।
৪।এরপর আপনার ইউএসবি ডিস্কের নম্বর দিতে হবে।যেমন Select Disk 1, যদি আপনার কাঙ্ক্ষিত ডিস্ক নম্বর 1 হয়।
৫।এরপর clean লিখে এন্টার প্রেস করুন।
৬। create partition primary লিখে এন্টার দিতে হবে।
ব্যাস, কাজ শেষ। এর পর আপনার My computer এ ঢুকে পেনড্রাইভটি ফরম্যাট করলে পেনড্রাইভের পুরো জায়গা দেখাবে।আপনি আবার পেনড্রাইভটি ব্যাবহার করতে পারবেন।
পোষ্টটি ভালো লাগলে কমেন্ট করবেন।
আরো দেখুনঃ
১। এন্ড্রয়েড মোবাইলের RAM বাড়ানোর গোপন টিপস
২। কম্পিউটার টিপস ও ট্রিক্স
1 মন্তব্যসমূহ
নাইস
উত্তরমুছুনNo Spam Link is Allowed