স্যামসাং গ্যালাক্সি এ৭১ রিভিউ

কেমন আছেন সবাই? নতুন বছরে আপনাদের জন্য নতুন একটি ফোনের রিভিউ নিয়ে এসেছি। আসা করি আপনাদের ভালো লাগবে।
pcbangladesh.com

স্যামসাং গ্যালাক্সি এ৭১ - এর পূর্ণ বিবরনঃ


  •  অপারেটিং সিস্টেম : অ্যান্ড্রয়েড ১০.০; ওয়ান ইউসার ইন্টারফেস ২


  • ডিসপ্লে : ৬.৭" সুপার এমোলেড ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ( ৩৯৩ পিপিআই )


  • আকার : ১৬৩.৬ x ৭৬ x ৭.৭ মিলিমিটার


  • প্রসেসর : কোয়ালকম এসডিমি ৭৩০ স্ন্যাপড্রাগন ৭৩০ (৮ ন্যানোমিটার) - অক্টা কোর (২x২.২ গিগাহার্জ, কোয়াড কোর, কর্টেক্স এ ৫৩)


  • র‌্যাম : ৬ / ৮ গিগাবাইট


  • রম : ১২৮ গিগাবাইট


  • ক্যামেরা : কোয়াড ক্যামেরা ৬৪ মেগাপিক্সেল, এফ / ১.৮, ২৬ মিমি (প্রশস্ত), ১ / ১.৭ ", 0.৮µ মি, পিডিএফ ১২ মেগাপিক্সেল, এফ / ২.২, ১৩ মিমি (আল্ট্রাওয়াইড), ১.১২µm ৫ মেগাপিক্সেল, এফ / ২.৪, (প্রশস্ত), ডেডিকেটেড ম্যাক্রো ক্যামেরা ৫ মেগাপিক্সেল, এফ / ২.২, (প্রশস্ত), ১ / ৫.০ ", ১.১২µm, গভীরতা সেন্সর।
  •  নেটওয়ার্ক : ৪জি, ৩জি, ২জি
  • সেন্সর : ফিঙ্গারপ্রিন্ট (ডিসপ্লের নিচে, অপটিক্যাল), অ্যাক্সিলোমিটার, গায়রো, প্রক্সিমিটি, কম্পাস এএনটি +
  • ব্যাটারী : ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার আওয়ার

  • মুক্তির তারিখ : ডিসেম্বর ২০১৯

 সম্ভাব্য বাজার মূল্য :  ৩৫,৭৫২ টাকা। 

আরো দেখুনঃ 
৩। কম্পিটার টিপস ও ট্রিক্স 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ