মোবাইল থেকেই স্ক্যান ও PDF বানান সহজ উপায়ে

টেকনোলোজির যুগে আপনাকে আমাকে এককথায় সবাইকে এনে দিয়েছে আরাম আয়েস আর সৌখিনতা। যেমন আজ থেকে ১০ বছরের আগের কথা ভাবলে দেখতে পেতেম, পোস্ট অফিসে লাইন দিয়ে মানুষ প্রিয়জনদের চিঠি পাঠাত। আর এখন মোবাইলে বতাম ক্লিক করা মাত্রই সব খবর আদান প্রদান করা হয়ে যায়। [ মোবাইল চুরি হয়ে গেলেও ফিরে পান সব ফোন নাম্বার, Backup Your Contact ]


মোবাইল থেকেই স্ক্যান, ফ্যাক্স ও PDF বানান সহজ উপায়ে
যাই হোক , আজকে এই পোস্টের মাধ্যমে আপনি আপনার স্মার্ট ফোন ও ট্যাবলেট কে কিভাবে স্ক্যানর হিসেবে ব্যবহার করবেন তা দেখাবো। সাধারণত আমারা কোন ডকুমেন্ট কে স্ক্যান করতে গেলে স্কানার ব্যবহার করি। কিন্তু সবার ক্ষেত্রে এই মুহূর্তে হয়তো টাকা নাও থাকতে পারে। চিন্তা নেই এখন আপনার ফোনকে বানিয়ে ফেলুন স্কানার , ডকুমেন্ট কে ঝকঝকে করুন আর পাঠিয়ে দিন ফ্যাক্স কিংবা Email কিংবা SMS এর মাধ্যমে আপনার বন্ধুকে । [ নকল স্যামসাং ফোন চেনার সহজ উপায় জেনে নিন ! Samsung Phone ]
এটিও পড়ুন -ফ্রি Unlimited মোবাইল টক টাইম রিচার্জ করুন একটি মাত্র অ্যাপে - আপনিও পাবেন

কীভাবে করবেন স্ক্যান

  • প্রথমে APP টি ডাউনলোড করে নিন
  • যে কাগজটি স্ক্যান করতে চান অ্যাপটির মাধ্যমে ছবি তুলুন
  • এছাড়া মোবইলের মেন ক্যামেরা ব্যবহার করে যেকোনো ধরনের মুদ্রিত কাগজ,কার্ড,ডকুমেন্ট কে স্ক্যান করুন
  • Document ছাড়া বাকি অংশটি অটোমেটিক App টি বাদ দিয়ে দেবে 
  • ব্লুটুথ প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে পারবেন
  • ছবি বেঁকে গেলেও চিন্তা নেই , অটোমেটিক ঠিক করে নেবে অ্যাপটি
  • Advanced document setting ব্যবহার করে স্ক্যান করা ফাইলটি আরো বেশি প্রানবন্ত করতে পারবেন এবং ওয়াটার মার্ক এডিট করতে পারবেন
  • স্ক্যান কোয়ালিটির মান খুব ভালো 
  • স্থিরচিত্র (image) থেকে টেক্সট রূপান্তর করা যায় 
  • সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন
  • ডকুমেন্ট গুলি অটোমেটিক ভাবে PDF ফাইলে Save হবে
  • নির্ধারিত ৩০টি দেশে বিনামূল্যে আপনার কনভার্টকৃত ফাইলটি ততক্ষনাত ফ্যাক্স করতে পারবেন
  • খুব দ্রত যেকোনো ডকুমেন্টকে optimize করতে পারবেন
  • পাসওয়ার্ড ব্যবহার করে আপনার ফাইলটিকে লক করতে পারবেন
  • ফাইল সাইজ মাত্র ১২ mb 
  • APP টিতে আরও অনেক সুবিধা রয়েছে ব্যবহার করলেই বুঝতে পারবেন।
  • সম্পূর্ণ বিনা মুল্যে অ্যাপ টি পাবেন
ডাউনলোড লিঙ্ক-
কোন সমস্যা হলে কমেন্ট করতে ভুলবেন না প্লিস। আপনার সেবায় আমরা সর্বদা নিয়োজিত। ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ