ডিজিটাল যুগে সবার হাতে হাতে স্মার্ট ফোন , আর তারসাথে অবশ্যই মোবাইলে
ইন্টারনেট থাকা চাই। ইন্টারনেট ছাড়া পথ চলাই আমাদের ভার । কিন্তু সবচেয়ে
দুঃখের কথা হলো মোবাইলে ইন্টারনেট করতে গেলেই পেজ খুলতেই চায় না, অনেকে
স্লো ইন্টারনেট স্পিডের কথা বলেন ৷ কিন্তু মোবাইলে ইন্টারনেট স্পিড বাড়ানোর
জন্য কয়েকটি টিপস নিলে খুব সহজেই মোবাইলের ইন্টারনেট স্পিড বাড়ানো যায়।[PC থেকে অপ্রয়োজনীয় ফাইল, DOCUMENT মুছে ফেলুন ১ মিনিটে ]
মোবাইলে নেট স্পিড বাড়ানোর উপায়
- মোবাইলের অপ্রয়োজনীয় অ্যাপগুলো আনইনস্টল (Uninstall) করুন।
- আপনার মোবাইলের স্টোরেজের অপ্রয়োজনীয় ডেটা ডিলিট (Delete) করুন৷ স্টোরেজ বাড়ার সাথে সাথে আপনার ইন্টারনেটের স্পিডও বাড়বে।
- মোবাইলের ‘ক্যাশড ডেটা’ ক্লিয়ার করুন ৷ কারণ এগুলো শুধু মোবাইলের জায়গায় নস্ট করে না বরং আপনার মোবাইলের বিভিন্ন অ্যাপকেও স্লো করে দেয়।
- আপনার এসডি কার্ড এর দিকেও খেয়াল রাখুন৷পারলে হাইস্পিড এসডি কার্ড ব্যবহার করুন৷ আপনি যদি স্লো এসডি কার্ড ব্যবহার করেন তাহলে তা আপনার মোবাইলের ডাউনলোড স্পিডকেও স্লো করে দেবে।
- সবশেষে আপনার মোবাইলের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। যা আপনার মোবাইলের স্পিডকে বাড়াবে।
- আপডেট ভার্সনের ব্রাউজার ব্যবহার করুন।
- ক্লিনার দিয়ে মাঝে মাঝে মোবাইলকে ক্লিন করুন।
- ভালো সার্ভিস প্রভাইডার সিম ব্যবহার করুন।
- তবু সমস্যা হলে মোবাইলকে সার্ভিস করিয়ে নিতে পারেন ।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed