বিজ্ঞান ছাড়া একটি মহুর্ত ও আমারা কল্পনা করতে পারি না। প্রযুক্তির খেলা
 ঘড়ে নিজেকে আপডেট না করতে পারলে আমাদের অনেক অসুবিধায় পরতে হয়।যেমন আজ 
থেকে ১০ বছর আগের কথা বলতে গেলে টেলিফোন ও টেলিগ্রাফ এর কথা চোখের সামনে 
চলে আসে, আর আজ প্রযুক্তি গোটা বিশ্বকে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। যাক
 অসব কথা - বাজারে উইন্ডোজ ১০ ( Windows 10) চলে এসেছে অনেক দিন আগে , 
এরিমধ্যে অনেকেই উইন্ডোজ ১০ (Windows 10) ব্যবহার করতে শুরু করে দিয়েছেন। [ কিভাবে একসাথে ১০০ ও তার বেশি ফাইল ও ফোল্ডারের নাম যুক্ত করবেন (Rename) ] Windows 10 ব্যবহারের সুবিধার জন্য কয়েটি শর্টকাট কী আপনাদের সঙ্গে শেয়ার করা হলো। 
Shortcut Key গুলি হলো-
শর্টকাট কি 
 | 
  
ব্যবহার 
 | 
 
Windows + , (কমা) 
 | 
  
কম্পিউটারের ডেস্কটপে চলে আসবে। যখন কি ছেড়ে দেওয়া
  হবে তখন তা আগের অবস্থায় চলে আসবে। 
 | 
 
Windows + . (ডট) 
 | 
  
উইন্ডো ডান অথবা বাম পার্শ্বে থাকবে। 
 | 
 
Windows + R  
 | 
  
Run কমান্ড চলে আসবে। 
 | 
 
Windows + X 
 | 
  
কুইক এক্সেস মেন্যু ওপেন হবে। 
 | 
 
Windows + I 
 | 
  
সেটিংস মেন্যু চলে আসবে। 
 | 
 
Windows + M 
 | 
  
সব কিছু মিনিমাইজ হয়ে ডেক্সটপ
  প্রদর্শিত হবে। 
 | 
 
Windows + D 
 | 
  
ডেস্কটপ প্রদর্শিত হবে। দ্বিতীয়বার চাপলে আগের
  অবস্থায় ফিরে আসবে। 
 | 
 
Windows + Q 
 | 
  
কম্পিউটারের সকল অ্যাপ্লিকেশন সার্চ করার অপশন আসবে। এর সাহায্যে সহজে যে কোন অ্যাপ্লিকেশন সার্চ করে পাওয়া যাবে। 
 | 
 
Windows + W 
 | 
  
সিস্টেম সেটিংস সার্চ করার জন্য সার্চ মেন্যু চলে আসবে। 
 | 
 
Windows + F 
 | 
  
ফাইল বা ফোল্ডার সার্চে জন্য মেন্যু চলে আসবে।  
 | 
 


0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed