আসসালামুওয়ালাইকুম সবাইকে,
আমাদের জীবনে ফেইসবুকের ব্যাবহার দিনে দিনে বেড়ে যাচ্ছে, এখন এমন অবস্থা হয়েছে যে আমরা এক মিনিটের জন্যে হলেও আপডেট নোটিফিকেশন ল্যাপটপ/ডেক্সটপ কম্পিউটারে লগ ইন করতে হয়। কিন্তু অফিসে/উইনিভারসিটিতে কিভাবে, সেই পন্থাই আবিস্কার করেছেন অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী। আপনি http://hardlywork.in/ এই ওয়েবসাইটে যেয়েঃ ” gimme dem spreadsheets” ক্লিক করে আপনার লগ ইন ডিটেইলস দিয়ে “allow” করলেই দেখতে পাবেন আপনার ওয়েবসাইট এক্সেল পেইজে রূপান্তরিত হয়েছে।
আমাদের জীবনে ফেইসবুকের ব্যাবহার দিনে দিনে বেড়ে যাচ্ছে, এখন এমন অবস্থা হয়েছে যে আমরা এক মিনিটের জন্যে হলেও আপডেট নোটিফিকেশন ল্যাপটপ/ডেক্সটপ কম্পিউটারে লগ ইন করতে হয়। কিন্তু অফিসে/উইনিভারসিটিতে কিভাবে, সেই পন্থাই আবিস্কার করেছেন অস্ট্রেলিয়ার এক শিক্ষার্থী। আপনি http://hardlywork.in/ এই ওয়েবসাইটে যেয়েঃ ” gimme dem spreadsheets” ক্লিক করে আপনার লগ ইন ডিটেইলস দিয়ে “allow” করলেই দেখতে পাবেন আপনার ওয়েবসাইট এক্সেল পেইজে রূপান্তরিত হয়েছে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed