আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তারা পর্ণ নামে শব্দটির সাথে খুব পরিচিত। ইন্টারনেট কানেকশন থাকলে মনে হয় একটু পর্ণ সাইট এ ঘুরে আসি।আবার যাদের আনলিমিটেড কানেকশন তারা হয়ত সম্পূর্ণ মুভি ডাউনলোড করে ফেলে।
এটা অনেকের কাছে এক ধরনের নেশা হয়ে গেছে।কিন্তু অনেকে জানেন না পর্ণ মুভি দেখার কুফল কি? ইসলামিক দৃষ্টি ভঙ্গিতে পর্ণ মুভি দেখা হারাম।চোখের দৃষ্টি শক্তি কমে যাওয়া সহ আরও অনেক শারীরিক সমস্যা দেখা দেয়।আর সামাজিক ভাবে এর নৈতিক অবক্ষয় তো রয়েছেই।যা হক আর কথা বাড়াবো না।
আজ আমি আপনাদের দেখাব মজিলা ফায়ারফক্স ব্যাবহার করে পর্ণ সাইট গুলো ব্লক করে নিতে পারেন।এ জন্য কোন সফটওয়্যার এর প্রয়োজন নাই।শুধু মাত্র দুটি অ্যাড অন্স ব্যাবহার করলেই চলবে। এই অ্যাড অন্স ই আপনাকে কোন পর্ণ সাইট এ ঢুকতে দিবে না।অ্যাড অন্স দুটি আপনার মজিলা ফায়ারফক্স ব্রাউজার এ অ্যাড করে নিন।
১ম টি অ্যাড করুন
এখান থেকে
২য় টি অ্যাড করুন
এখান থেকে
আর বিরত থাকুন পর্ণ সাইট থেকে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed