Windows 7, Vista এবং XP-এর Password Bypass করুন নিমেষেই

আমরা অনেকেই Windows 7, Vista অথবা XP Install করার সময় বা পরে Password দিয়ে রাখি ।
আর User একাধিক হলেতো password দিতেই হয় ।
কিন্তু যদি ঐ Password ভুলে যাই ? কোনভাবেই যদি Password মনে না করতে পারি তাহলে Log on sreen এর দিকে তাকিয়ে থাকা ছাড়া আর কোন উপায় নেই !! তখন মনে হয় একবার যদি Log in করতে পারতাম তাহলে গুরুত্বপূর্ণ Data গুলো অন্য Drive-এ নিয়ে আবার Windows install করতাম !
কিন্তু ওটা করতে হলে আগে তো logged in হতে হবে !! তাই অন্য কোন উপায় না দেখে আমাদেরকে windows টা আবার install করতে হয় ।
এই উপায়ে windows drive-এ থাকা Data গুলো আর পাওয়া যায়না !! কিন্তু কোনভাবেই কি এই password ভেঙ্গে Log in করা যায়না ? হ্যাঁ, যায়!!
যারা এই ধরনের কিছু খুঁজছেন তাদের জন্যই আমার এই Post!!
যা দরকার হবে :
1. একটা software
2. একটা Blank CD
যেভাবে করবেন :
1. অন্য কোন PC থেকে নিচের link এর zip file-টি download করুন ।
Download : http://www.pcworld.com/product/949263/offline-nt-password-registry-editor.html
2. Unzip করুন; একটা ISO file পাবেন ।
3. এবার ISO burner দিয়ে blank CD write করুন ।
4. ISO burner না থাকলে Winrar অথবা 7zip দিয়ে ISO file টি Extract করুন ও CD তে write করুন ।
Download Winrar : http://www.win-rar.com/download.html
Downloa 7zip : http://www.7-zip.org/download.html
5. আপনার CD তৈরী ।
6. এরপর ঐ CD আপনার PC -তে Insert করে Restart দিন ।
7. আপনি যদি সঠিক ভাবে CD টি write করে থাকেন এবং Boot option -এ CD-DVD drive active করা থাকে তাহলে CDটি automatic চালু হবে ।
8. এখন শুধু Screen এ আসা Method গুলো অনুসরন করুন এবং wait করুন ।
9. Password automatic- ভাবে delete হয়ে যাবে এবং আপনি আপনার PC-তে প্রবেশ করতে পারবেন!!
ছবিসহ বিস্তারিত জানতে নিচের link-এ যান :-
http://pcsupport.about.com/od/toolsofthetrade/ss/ontpre-screenshot-guide.htm

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ