মাদারবোর্ড বায়োস সফটওয়্যার ফ্ল্যাশ করার পদ্ধতি


 বায়োস কমপিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলোর একটি, যা কমপিউটারের বিভিন্ন কম্পোনেন্টসমূহের মধ্যে সমন্বয় গড়ে তুলে এর কাজকে অর্থবহ করে তোলে। কোন নতুন ডিভাইস সংযোগ করলে উইন্ডোজকে যেমন আপডেট করতে হয় সেরূপ বায়োসকেও আপডেট করতে হয়। অনেক সময় মাদারবোর্ডের সমস্যা থাকলে নির্মাতা প্রতিষ্ঠান বায়োস সফটওয়্যার আপডেটের মাধ্যমে তার সমাধান প্রদান করে থাকে। আর তাই আপনার পিসিটি ক্লোন ডেস্কটপ হলেও নিয়মিত বায়োস আপডেট করার মাধ্যমে সমস্যার সমাধান ছাড়াও নতুন প্রসেসর বা ডিভাইস সমর্থন যোগ করতে পারবেন।
প্রথমেই বলে নেওয়া ভালো, মাদারবোর্ড আপগ্রেড করা বা ফ্ল্যাশ দেওয়া অত্যন্ত ঝামেলার কাজ। আমরা পর্যায়ক্রমে বিস্তারিত আলোচনার মাধ্যমে সহজ করে উপস্থাপনের চেষ্টা করব।
বায়োস কি ও এর কাজ কি?
বায়োসের পুরো নাম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। মূলত এটি একটি মেমোরি চিপে লোড করা সফটওয়্যার, এতে আপনার কম্পিউটারকে চালনা করার জন্য কিছু ইন্সট্রাকশন রয়েছে। এই সফটওয়্যারটি মাদারবোর্ডের সিমস চিপে সংরক্ষণ করা থাকে। ডিফল্ট সেটিং থেকে পরিবর্তন করে আপনি যে নতুন সেটিং প্রদান করবেন তাও এই সিমস মেমোরি চিপেই সংরক্ষিত থাকবে। সিমস একটি ভোলাটাইল মেমোরি চিপ যার পাওয়ার বন্ধ করা হলে এতে সেভ করা মেমোরি হারিয়ে যায়। বায়োসের কাজ বলতে গেলে, আপনি কম্পিউটারকে পাওয়ার অন করার পর থেকে কোন রকম অপারেটিং সিস্টেম ছাড়াই হার্ডড্রাইভ, মেমোরির সাথে যোগাযোগ স্থাপন করে অপারেটিং সিস্টেম লোড হতে শুরু করার আগ পর্যন্ত পরিচালনা করে বায়োসের সফটওয়্যার।
যে সকল হার্ডওয়ার মাদার বোর্ডের সাথে জুড়ে দেয়া হয় যেমন মেমোরি, প্রসেসর, হার্ড ডিস্ক ইত্যাদির সমন্বয় করে পারফরমেন্স বৃদ্ধি বা কমানোর কাজ করে বায়োসের সফটওয়্যার।কম্পিউটারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন মেমোরি টাইমিং, ওভার ক্লকিং, হার্ডডিস্ক সনাক্তকরণ, বুটিং ইত্যাদি কাজও করে থাকে বায়োস।
কম্পিউটারে অপারেটিং সিস্টেম লোড হবার শুরুতে ডিলিট বাটন/এফ১০/এফ২ ইত্যাদি বাটনে ক্লিক করে আপনি বায়োসের ডিফল্ট সেটিং পরিবর্তন করতে পারেন। পুনরায় যদি ডিফল্ট সেটিং রেস্টর করতে চান তবে এখান থেকে করতে পারেন বা আপনি চাইলে মাদারবোর্ড থেকে সিমস চিপের ব্যাটারি খুলে কিছুক্ষণ পরে আবার সংযুক্ত করে বায়োস ডিফল্ট সেটিং এ ফিরে আসে।
কেন বায়োস আপগ্রেড করবেন?
আপনার পুরাতন পিসির স্লো পারফরমেন্স কাটিয়ে ওঠার জন্য, মোট কথা মাদার বোর্ডের পারফরমেন্স আরও ভালো ও স্ট্যাবল করার জন্য, নতুন ফিচার সংযুক্ত করার জন্য, নতুন ও আধুনিক প্রসেসর সাপোর্ট করার জন্য আপনার বায়োস আপগ্রেড করার দরকার হতে পারে। তবে নতুনদের জন্য আমি এই প্রক্রিয়া না করার অনুরোধ করব কারণ কিছু ভুল হলে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যেতে পারে।
বায়োস আপগ্রেড করতে চারটি পদ্ধতি ব্যবহার করা হয়।
ক) প্রথমত লাইভ আপগ্রেড প্রোগ্রাম যা আপনার সিডির সাথে জুড়ে দেওয়া থাকে, তবে সব মাদারবোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠান এই সুযোগ আপনাকে দেবে না।
খ) ডস ভিত্তিক প্রোগ্রামার ব্যবহার করে বায়োস আপগ্রেড করা যায়।
গ) রম চিপকে স্থানান্তর করে ও আপগ্রেড সফটওয়্যার সমন্বিত নতুন রম চিপ সংযুক্ত করে বায়োস আপগ্রেড করা যায়, তবে এটি অত্যন্ত জটিল প্রক্রিয়া ও না করার জন্য সুপারিশ করা হয়।
ঘ) উইন্ডোজ ভিত্তিক প্রোগ্রামার ব্যবহার করে বায়োস আপগ্রেড করা যায়।
বায়োস আপগ্রেড ফাইল ডাউনলোড করার জন্য কিছু মাদার বোর্ড প্রস্তুতকারী প্রতিষ্ঠানের লিঙ্ক দেওয়া হল:
ASUS-http://www.asus.com.tw/
GIGABYTE- http://www.gigabyte.com.tw/
INTEL-http://www.intel.com
MSI-http://www.msicomputer.com/ 
FOXCONN-http://www.foxconnchannel.com
BIOSTAR- http://www.biostar.com.tw
আপনি বর্তমানে বায়োসের কোন ভার্সন ব্যবহার করছেন কিভাবে জানবেন? 
আপনার মাদার বোর্ডের বায়োস সফটওয়্যার আপগ্রেড বা ফ্ল্যাশ করতে হলে, প্রথমেই আপনাকে জানতে হবে আপনি কোন মডেলের মাদারবোর্ড ব্যবহার করছেন ও বায়োসের কোন ভার্সন ব্যবহার করছেন তা সনাক্ত করুন। মাদারবোর্ডের নাম জানতে হলে খুলে দেখতে পারেন বা সিস্টেম প্রোপার্টি থেকে দেখে নিতে পারেন। আর বায়োসের কোন ভার্সন ব্যবহার করছেন তা জানতে হলে হার্ডওয়ার মডেল সনাক্তকারী কোন সফটওয়্যার ব্যবহার করতে পারেন। যেমন সিপিইউ-জেড নামক সফটওয়্যার ডাউনলোড করে ইন্সটল করে মাদারবোর্ড ট্যাবে ক্লিক করে জেনে নিতে পারবেন আপনার বায়োস ভার্সন ও মাদার বোর্ড মডেল নং। সিসফট সান্ড্রাও হার্ডওয়ার মডেল ও ম্যানুফ্যাকচার শনাক্তকারী একটি দারুণ সফটওয়্যার।
আরও সহজ পদ্ধতিতে আপনি রান কমান্ড ব্যবহার করে বায়োস ভার্সন জানতে পারেন।
উইন্ডোজ সেভেন/ভিস্তা অপারেটিং সিস্টেম যারা ব্যবহার করেন সার্চ বক্সে লিখুন msinfo32
উইন্ডোজ এক্স পি ইউজাররা রান কমান্ড উইন্ডোতে লিখুন
এরপর সিস্টেম সামারি ক্লিক করুন, আপনার বায়োস ভার্সন, প্রসেসর স্পীড ইত্যাদি দেখতে পাবেন। এই ভার্সন নম্বরটি মনে রাখুন।
187437-versioncheck_original.jpg
আপগ্রেড ফাইল কোথা থেকে ডাউনলোড করবেন? 
বায়োস আপগ্রেড করার জন্য প্রস্ততকারক কোম্পানির ওয়েবসাইট দেখুন। আপনি যে কোম্পানির মাদার বোর্ড ব্যবহার করছেন তার ওয়েবসাইটে গিয়ে সাপোর্ট পেজে আপনার মডেলের মাদার বোর্ডের জন্য আপগ্রেড আছে কিনা তা খোঁজ করুন। মনে রাখবেন অন্য কোন মডেলের সফটওয়্যার আপগ্রেড নিলে আপনার পিসি অবশ্যই কাজ করবে না। অবশ্য বায়োস আপগ্রেড দিতে শুরু করতে যদি ভুল কোন হার্ডওয়ার মডেল এটি সনাক্ত করে তবে আপনাকে জানান হবে। বায়োস আপগ্রেড ফাইল পাওয়া গেলে সম্পূর্ণ ফাইল ডাউনলোড করুন, কেননা রিডমি ফাইলেও অনেক সময় গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করা হয়ে থাকে যা ছাড়া আপনি আপগ্রেড করতে পারবেন না।
কিছু সাপোর্ট পেজের লিঙ্ক দেওয়া হলঃ
Asus 
Msi
Gigabyte
টিপসঃ
>আপগ্রেড ফাইলের সাথে জুড়ে দেওয়া ডকুমেন্ট অবশ্যই দেখুন। আপনি আপগ্রেড করে যে ভার্সন নিতে যাচ্ছেন তার ফিচার ও ফাংশনের লিস্ট পাবেন রিডমি টেক্সট ফাইলে।
> অবশ্যই আপনার ভার্সন ও কোন ফাইল ডাউনলোড করছেন তা মিলিয়ে নিন ।
পদ্ধতি
উইন্ডোজ ভিত্তিক বায়োস প্রোগ্রামার ব্যবহার করে বায়োস করার পদ্ধতি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব
যদি আপনার মাদার বোর্ডে এম্বেডেড প্রোগ্রামার না থাকে তবে বায়োস প্রোগ্রামিং সফটওয়্যার ব্যবহার করে আপনি ফ্ল্যাশ দিতে পারেন । বায়োস প্রোগ্রামিং সফটওয়্যার উইন্ডোজ বেজড ও ডস মোড ব্যবহার করা যায়। তবে আপনি উইন্ডোজ বেজড বায়োস প্রোগ্রামার ব্যবহার করতে পারেন, কারণ এটি ডস মোডের চাইতে অবশ্যই সহজ।
আমি এই উদাহরণে ECS RS485M-M মডেলের মাদার বোর্ডকে উইন ফ্ল্যাশ নামক একটি ইউটিলিটি দিয়ে ফ্ল্যাশ দেব।
>প্রথমে উইন ফ্ল্যাশ ডাউনলোড করে ইন্সটল করে নিন।
>নিচের চিত্রে উইন ফ্ল্যাশ মেইন উইন্ডো দেখা যাচ্ছে
imagegdfgdview.php_.gif
>প্রথমে যা করতে হবে তা হল আপনার কারেন্ট মাদার বোর্ড বায়োস ভার্সনের সফটওয়্যার অবশ্যই সেভ করে নিন। সেভ করার জন্য বাম দিকে উপরে ফাইলের মধ্যে save old bios ক্লিক করুন। এই ফাইলকে একটি ব্ল্যাংক মেমোরিতে সেভ করুন। নাম দিন “old_bios.bin” বা এরকম কিছু।
imageview.php_.gif
> আপনার মাদার বোর্ডের মডেল ও বায়োসের ভার্সন অনুসারে আপনি যে বায়োস সফটওয়্যার ডাউনলোড করেছেন তা file থেকে open করুন। বায়োস ফাইল লোড হয়ে গেলে, আপনি বায়োস চিপের যে অংশ আপগ্রেড করতে চান তা সিলেক্ট করুন যেমন আপনি অপশন পাবেন- boot block, DMI area, upgred all ইত্যাদি।
imageview555.php_.gif
এরপর আপডেট বায়োস ক্লিক করে আপগ্রেড করুন, এই প্রক্রিয়া সম্পন্ন হতে বেশ কিছুটা সময় লাগবে, অপেক্ষা করুন।
imageview6666.php_.gif
আপগ্রেড শেষ হলে রিস্টার্ট চাইবে, অবশ্যই রিস্টার্ট দিন।
imageview777.php_.gif
সাবধানে পুরো প্রক্রিয়া শেষ না করা হলে বা কোন ভুল করা হলে আপনার মাদারবোর্ড নষ্ট হয়ে যাবার সম্ভাবনা আছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ