সিইএস ২০১৩: উইন্ডোজ এবং অ্যানড্রয়েড ভিত্তিক টাফপ্যাড নিয়ে এলো প্যানাসনিক

সিইএস মেলায় প্যানাসনিক টাফপ্যাড এর নতুন দুইটি সংস্করণ নিয়ে হাজির হয়েছে। দুইটি সংস্করণের একটি উইন্ডোজ ৮ ভিত্তিক এফজেড-জি ১ এবং অন্যটি অ্যানড্রয়েড ভিত্তিক ৭” মাপের জেটি-বি১। প্যানাসনিকের টাফ সিরিজটি ইতোমধ্যে সামরিক এবং দৌড়ের উপর যারা থাকে তাদের কাছে পরিচিত একটি নাম হয়ে উঠেছে। শক্ত-সমর্থ এবং নির্মাণ মান অত্যন্ত ভালো হওয়ায় এবং যে কোন কঠিন কঠোর পরিবেশে প্রযুক্তি সেবা প্রদানে সদা প্রস্তুত থাকার কারণে সিরিজটি অত্যন্ত জনপ্রিয়।
প্যানাসনিক জেটি-বি১ মডেলটিরশক্তি জোগানোর জন্য রয়েছে ডুয়েল-কোর ওম্যাপ প্রসেসর। আলোর প্রতিফলন কমানোর জন্য ব্যবহার করা হয়েছে ম্যাট স্ক্রিন। ট্যাবলেটটি কাঁধে এবং হাতে নিরাপদ ভাবে ধরে রাখার জন্য একটি স্ট্র্যাপ রয়েছে। ২.৪ পাউন্ড ওজনের ট্যাবলেটটি অন্যান্য ট্যাবগুলোর থেকে ওজন বেশি বলেমনে হলেও হাতে নিলে আপেক্ষিকভাবে তেমন একটা মনে হয় না। ম্যাগনেসিয়াম অ্যালয় নির্মিত চেশিসকে রক্ষা করার জন্য ব্যবহার করা হয়েছে রাবারের বাম্পার।
সেদিক থেকে বিবেচনা করলে উইন্ডোজ ৮ ভিত্তিক ট্যাবটির পর্দা আরো আকর্ষণীয়, উজ্জ্বল এবং আরো ভাইব্রেন্ট। প্রসেসর হিসেবে ইন্টেল আই ফাইভ ব্যবহার করায় উইন্ডোজ অত্যন্ত দক্ষ। নির্মাণ মান অত্যন্ত ভালো, ফলে ওজনটা একটু বেশিই। ১০.১ ইঞ্চি পর্দার উজ্জ্বলতা ৮০০ নিটস আর রেজ্যুলুশন ১৯২০X১০৮০। রয়েছে অ্যাকটিভ ডিজিটাইজার।
এফজেড-জি১ ৪ ফিট থেকে ফেলে দিলেও, বাতাস, বৃষ্টি, ধূলা এবংতাপমাত্রা ১৪ ডিগ্রি থেকে ১২২ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত সহ্য করতে পারবে। নিরাপত্তা ব্যবস্থার জন্য রয়েছে ভিপ্রো এবং টিপিএম। ১.৯ গিগাহার্জ গতির ইন্টেল কোর আই৫-৩৪৩৭ইউ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম এবং ১২৮/২৫৬ গিগাবাইট এসএসডি।
এছাড়া পাচ্ছেন ইউএসবি ৩.০, এইচডিএমআই এবং হেডফোন/মাইক জ্যাক। বেতার ব্যবস্থা হিসবে রয়েছে ব্লুটুথ ৪.০, ৮০২.১১ এ/বি/জি/এন ওয়াই-ফাই এবং ফোরজি এলটিই অথবা ৩জি।
এফজেড-জি১ এর ব্যাটারি ৮ ঘণ্টা পর্যন্ত সেবা দিতে পারবে বলে জানিয়েছে প্যানাসনিক। এফজেড-জি ১ এর মূল্য $২৮৯৯ মার্কিন ডলার এবং ফেব্রুয়ারি মাসে বের হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ