বাংলা টাইপিং মাস্টার সফটওয়্যা ফুল ভার্সন (পোর্টেবল মাত্র ৫ মেগাবাইট )।


আচ্ছালামু আলাইকুম, কেমন আছেন সবাই ? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।  অনেক দিন ধরে ব্লগইন থেকে দুরে ছিলাম। তবে কথায় আছে না মানুষ অভ্যাসের দাস। তাই যতই ব্লগইন থেকে দুরে থাকি না কেন অবশেষে একটা টিউন না লিখে থাকতেই পারলাম না।  অনেক্ষন ধরেই ভাবছিলাম কি নিয়ে টিউন করা যায়। এবার আসেছি একটি বাংলা টাইপিং সফটওয়্যার নিয়ে। দীর্ঘ অনেক দিন থেকেই লক্ষ্য করছি tunerpage এর কয়েক জন সদস্য  Bangla Typing Master সফটওয়্যারটির ফুল ভার্সনের জন্য অনুরোধ করে আসছেন সবার কাছে হয়তো সফটওয়্যারটি অনেক জরুরী তাই সফটওয়্যারটির নিয়ে হাজিরহলাম। টাইপিং একটি নিত্য প্রয়োজনীয় বিষয়। আমরা কম বেশি সবাই টাইপিং করি এবং পারি। আর আমরা যারা প্রফেশনাল টাইপার না তাদের টাইপিং স্পীড নিয়ে মাঝে মাঝে বিপদে পরতে হয়। আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি সফটওয়্যার যেটি দ্বারা আপনি সহজেই আপনার টাইপিং স্পীড বাড়াতে পারবেন
পোর্টেবল ভার্সন।
ডাউনলোড করে নিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ