নাম ছাড়া ফোল্ডার বানাতে চান? এইটা কোন ব্যাপার না। কি নিয়ে লেখব
ভাবছিলাম, ঠিক তখনই কম্পিউটার ক্লাব বিডি গ্রুপের একভাই জিজ্ঞাসা করল
কিভাবে নাম ছাড়া ফোল্ডার বানানো যায়। তাই সাথে সাথে লিখতে বসে গেলাম।
সাধারনত নাম ছাড়া ফোল্ডার তৈরি করা যায় না। তো নামছাড়া ফোল্ডার বানাতে
চাইলে নিচের নিয়মটি অনুসরন করুন-

ð একটি ফোল্ডার তৈরি করুন যে কোন নামে।
ð এবার ফোল্ডারটি সিলেক্ট করে কী-বোর্ড থেকে F2 চাপুন অথবা ফোল্ডারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Rename এ ক্লিক করুন।
ð এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে রেখে কীপ্যাড হতে 0160 চাপুন।
ð Alt কী ছেড়ে দিন। তাহলে ফোল্ডারের নামটি মুছে যাবে তখন কী বোর্ড হতে Enter প্রেস করুন।
ð ব্যাস কাজ শেষ, নাম ছাড়া ফোল্ডার।
আশা করি অনেক ভাল লাগবে এই টিপসটা। ভাল লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
ð একটি ফোল্ডার তৈরি করুন যে কোন নামে।
ð এবার ফোল্ডারটি সিলেক্ট করে কী-বোর্ড থেকে F2 চাপুন অথবা ফোল্ডারটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করে Rename এ ক্লিক করুন।
ð এবার কী বোর্ড থেকে Alt কী চেপে ধরে রেখে কীপ্যাড হতে 0160 চাপুন।
ð Alt কী ছেড়ে দিন। তাহলে ফোল্ডারের নামটি মুছে যাবে তখন কী বোর্ড হতে Enter প্রেস করুন।
ð ব্যাস কাজ শেষ, নাম ছাড়া ফোল্ডার।
আশা করি অনেক ভাল লাগবে এই টিপসটা। ভাল লাগলে কমেন্ট করবেন।
ধন্যবাদ।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed