পি.ডি.এফ. কনভার্টার, নিজেই তৈরি করুন পি.ডি.এফ. ফাইল, পি.ডি.এফ. প্রিন্টার।

আমি আজ আপনাদের জন্য ফাটাফাটি একটি সফটওয়্যার নিয়ে এসেছি। এটি ফ্রীওয়্যার
আমরা অনেক সময় ইন্টারনেটে অনেক কিছু ব্রাউজ করি। অনেক সময় প্রয়োজনীয় অনেক পেজ সেভ করে রাখি। তবে এটি অনেক ঝামেলাদায়ক।
তাছাড়া আমরা মাইক্রোসফট অফিসের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদিতে কাজ করে থাকি কিন্তু অনেকের কাছে প্রিন্টার থাকে না। আর তাই অন্য জায়গায় প্রিন্ট করতে গেলে ফন্ট নিয়ে সমস্যা দেখা দেয়। তাছাড়া আমরা অনেকে ই-বুক তৈরি করতে চাই, কিন্তু টাকার অভাবে আমরা পি.ডি.এফ. কনভার্টার কিনতে পারিনা।
আর এই সকল সমস্যার সমাধান হচ্ছে Do PDF। এই সফটওয়্যার ব্যবহার করে আপনি সহজেই পি.ডি.এফ. ফাইল তৈরি করতে পারবেন। এটি আপনি ২ভাবে ব্যবহার করতে পারেন। প্রথমত, যে সফটওয়্যার এর প্রিন্ট অপশনটি আছে সেটি ব্যবহার করে আপনি পি.ডি.এফ. ফাইল তৈরি করতে পারবেন। এজন্য প্রিন্টার DoPdf সিলেক্ট করে দিতে হবে। দ্বিতীয়ত, আপনি Start Menu হতে Do Pdf ওপেন করে নির্দিষ্ট ফাইল সিলেক্ট করে দিয়ে কনভার্ট করতে পারেন।
কোন ওয়েবপেজ পি.ডি.এফ. এ কনভার্ট করতে চাইলে- File Menu হতে Print সিলেক্ট করুন। ব্যাস শেষ।
আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। পোস্টটি পছন্দ হলে মন্তব্য করবেন। সহজে মন্তব্য করতে চাইলে ফেসবুক লগইন থাকা অবস্থায় মন্তব্যের ফেসবুক অপশন সিলেক্ট করে মন্তব্য করবেন।
ডাউনলোড লেটেস্ট ভার্সন- (সাইজ ৩ মেগাবাইট প্রায়)

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ