আপনার নেট কানেকশন স্লো হওয়ার কারন !!!


নেট কানেকশন স্লো হওয়ার একটি প্রধান করন হচ্ছে আপনার পিসিতে জমাকৃত কুকিস। বেশীর ভাগ ওয়েবসাইট আপনার পিসিতে কুকিস ছড়িয়ে দেয় যাতে করে তারে পরবর্তীতে প্রয়োজন অনুসারে ব্যাবহার করতে পারে।. আপনার ইন্টারনেট থেকে এগুলো নিয়মিত পরিষ্কার করা প্রয়োজন।

• কিছু কিছু সফ্টওয়্যার এর কারনেও আপনার নেট স্লো হতে পারে। সেই সফ্টওয়্যারগুলো আপনাকে খুজে বের করতে হবে, এবং তা রিমোভ/ ডিসেবল করে রাখুন।  এছাড়াও আপনার ইন্টারনেট হিস্টোরী মাঝে মধ্যে পরিষ্কার করা উচিৎ যা আপনি কন্ট্রল প্যানেলের  ইন্টানেট অপশন থেকে পাবেন।
• বিভিন্ন ধরনের বিজ্ঞাপন- ইমেজ, এনিমেশন, ভিডিও ডিসেবল করার দ্বারও আপনার ব্রাউজার স্পীড হতে পারে।.

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ