আগামী কাল শুরু হবে দেশের প্রথম স্মার্টফোন মেলা


 আগামী কাল ১১ জানুয়ারি থেকে শুরু হচ্ছে দেশের প্রথম স্মার্ট ফোন মেলা। কাল সকাল ৯টায় তথ্য ঐ দিন সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু।
priyo.com
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের স্মার্টফোন এক্সপোতে স্যামসাং, সিম্ফনি, আসুস সহ সব ব্র্যান্ডের স্মার্টফোন, ট্যাবলেট ও আনুষঙ্গিক পণ্য পাওয়া যাবে। মেলায় থাকবে টেলিটক থ্রিজি এবং স্মার্টফোনের জন্য সিকিউরিটি পণ্য ক্যাসপারস্কির প্যাভিলিয়ন। মেলায় বিভিন্ন পণ্যের ওপর ছাড় ও উপহার থাকবে। এতে স্মার্টফোন ও ট্যাবলেট ডিভাইসের পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজও পাওয়া যাবে।
অ্যান্ড্রয়েড-চালিত ডিভাইসের মহাসমারোহের পাশাপাশি অ্যাপলের স্মার্টফোন “আইফোন” ও ট্যাবলেট ডিভাইস “আইপ্যাড” নিয়েও মেলায় অংশ নিচ্ছে কিছু প্রতিষ্ঠান। এসব স্টলে নকিয়া, এইচটিসিসহ বিশ্বখ্যাত ব্র্যান্ডের সব হ্যান্ডসেটও পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত থাকবে বাংলাদেশ প্রথম এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান, বাংলাদেশ কম্পিউটার সমিতি’র পরিচালক মোস্তফা জব্বার।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ