নানা অফার নিয়ে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২ তে অংশগ্রহণ করছে ওয়াইম্যাক্স সেবা দাতা প্রতিষ্ঠান কিউবি । প্রযুক্তির এই মেলায় কিউবি মেলায় আগত সবার জন্য বিনা মূলে ইন্টারনেট সেবা প্রধান করছে।
প্রযুক্তির এই মেলা কিউবির নানা অফার নিয়ে কথা হয় কিউবির এক্সিকিউটিভ স্ট্রাটেজিক রিটেইল সঞ্চয় কুমার আগারওয়াল । তিনি জানান, বাংলাদেশ বাজারে সবচেয়ে কম মূল্যে কিউবি এবার মেলায় তাদের মডেম বিক্রি করছে। কিউবির প্রতিটি মডেমের দাম মাত্র ৭৫০ টাকা। এই প্যাকেজের মডেমটিতে ইন্টারনেটের স্পিড ৩৫০ কেবিপিএস এবং ভলিউম ৭জিবি।
এছাড়া কিউবি মেলা উপলক্ষে আরো বিশেষ অফার ঘোষণা করেছে। মেলায় ক্রয় করা কিউবির প্রত্যেকটি কিউবির মডেমের সাথে একটি করে ল্যাপটপ ব্যাগ ফ্রি দেওয়া হচ্ছে।
কিউবির মাসিক অফারের উপর এক হাজার টাকা ফ্রি দেওয়া হয়েছ। বিক্রি সম্পর্কে জানতে চাইলে সঞ্চয় কুমার আগারওয়াল বলেন, বিক্রি ভালো হচ্ছে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed