বিসিএস আাইসিটি ওয়ার্ল্ড ২০১২ জমে উঠেছে। বিশেষ করে বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১২ এর টেলিকম পার্টনার সিটিসেলের প্যাভিলিয়নটি ক্রেতাদের পদচারণায় জমে উঠেছে। মেলায় তৃতীয় দিনে সিটিসেলের প্যাভিলিয়নে ছিলো সবচেয়ে বেশী ভিড়। সিটিসেল প্যাভিলিয়নে তাদের ইন্টারনেট মডেম মাত্র ৯৯০ টাকায় বিক্রি করছে। এবারের মেলা উপলক্ষ প্রতিষ্ঠানটি এই ছাড় ঘোষণা করেছে।
প্যাভিলিয়নে কথা হয় মডেম কিনতে আসা চাকুরীজীবী আব্দুল হাকিমের সাথে। তিনি জানান, মেলায় সিটিসেলে কিছুটা কম দামে মডেম বিক্রি করছে। তাই বিশেষ অফারের সিটিসেল জুম আল্টা মডেমটি কিনতে এসেছি।
কথা হয় সিটিসেল প্যাভিলিয়নের বিক্রেতাদের সাথে। তারা বলেন, মেলা উপলক্ষে কোম্পানি বিশেষ অফারে সিটিসেল মডেম বিক্রি করছে। তাই মেলায় আমাদের বিক্রি অনেক ভালো। প্রতিটি মডেমের সাথে ১৫ জিবি ইন্টারনেট ফ্রি পাচ্ছেন ক্রেতারা।
এছাড়া প্রতিটি সিটিসেল ইন্টারটেন সংযোগ কিনলেই ফ্রি হিসাবে পাবেন মগ, টি-শার্ট অথবা একটি হুডি জ্যাকেট।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed