কিভাবে কম্পিউটারের যেকোন ভাইরাসের কার্যক্রম বন্ধ করবেন (কার্যকরী পদ্ধতি)


THINK CREATIVE BE POSITIVE
সবাইকে সালাম। শুরুতেই একটি কথা বলে নেই, আমার এই পোষ্টটি এ্যাডভান্স ব্যবহারকারীদের জন্য। আমি শুরু থেকেই এ্যাডভান্স ব্যবহারকারী ছিলাম না। কিন্তু পিসিহেল্পলাইন ব’র সকল ভাল ভাল লেখকদের পোষ্ট পড়ে মুখস্ত করতে করতে মোটামুটি মানের এ্যাডভান্স ব্যবহারকারী হয়েছি। আপনিও যদি আমার মত হতে চান, তাহলে এই ব্লগে যা কিছু পোষ্ট হয় তা নিয়মিত পড়ুন এবং যে সকল পোষ্ট এ আপনার আগ্রহ জন্মায় তা প্রাকটিক্যাললি ব্যবহার করুন। তাহলে আপনিও পারবেন।
আমার নিয়মিত লেখা যারা পড়েন তারা নিশ্চয়ই টাস্কম্যানেজার নিয়ে আমার গত পোষ্টটি পড়েছেন। তো সেই পোষ্টে আমি দেখিয়েছিলাম যে উইন্ডোজের ডিফল্ট কিছু প্রসেস । আজকে সেই প্রসেস গুলো যাতে আরও ভাল করে চিনতে পারেন এবং যেকোন সফটওয়্যারের (ভাইরাস, ম্যালওয়্যার, ট্রোজানইত্যাদি সহ) কার্যক্রম ঠিক ভাবে বন্ধ করতে পারেন তার জন্য একটি সফটওয়্যার নিয়ে এলাম।
চলুন জেনে নেই সেই সফটওয়্যার এর আদ্যপান্ত :
নাম: a-squared HiJackFree
এর কাজ: Remove Hi jackers, Spyware, Adware, Trojans, Worms
সংক্ষিপ্ত বর্ণনা: এটি হল একটি বিস্তারিত সিস্টেম এনালাইসিস টুল যার সাহায্যে একজন এ্যাডভান্স ব্যবহারকারী সকল প্রকার HiJackers, Spyware, Adware, Trojans এবং Worms সনাক্ত করতে এবং রিমোভ করতে পারেন।
চলুন এর কিছু বৈশিস্ট্য জেনে নেই:
• সিস্টেমের সকল ধরনের অটোরান নিয়ন্ত্রন করা যায়
• সকল এক্সপ্লোরার ও ব্রাউজারের প্লাগইন সমুহ নিয়ন্ত্রন করা যায়
• সকল চালু প্রসেস ও তাদের সম্পর্কিত মডিউল সমুহ নিয়ন্ত্রন করা যায়
• সকল প্রকারের Services নিয়ন্ত্রন করা যায়, উইন্ডোস যদি তাদেরকে গোপন বা Hidden রাখে তারপরেও নিয়ন্ত্রন করা সম্ভব এই সফটওয়্যারের মাধ্যমে
• সকল open ports এবং তাদের সম্পর্কিত  listening processes  দেখা যায়
• Host ফাইলের DNS entries দেখা যায়
• ইন্সট্রলকৃত সকল Layered Service Providers ( LSPs ) নিয়ন্ত্রন করা যায়
• আর সবচেয়ে বড় সুবিধা হলো এটি একটি সম্পুর্ণ ফ্রি সফটওয়্যার।
উইন্ডোজের ডিফল্ট টাস্ক ম্যানেজার দিয়ে অনেক সময় ভাইরাসের প্রসেস গুলো বন্ধ করা যায় না। তাই এই সফটওয়ার দিয়ে আপনি খুব সহজেই প্রসেস গুলো বন্ধ করতে পারবেন।
এবার চলুন জেনে নেই কিভাবে ভাইরাসের প্রসেস বন্ধ করবেন :
উইন্ডোজের ডিফল্ট TASK MANAGER দিয়ে:
১. প্রথমে টাস্ক ম্যানেজার চালু করুন
২. প্রসেস ট্যাবে ক্লিক করুন
৩. ডানপাশের স্ক্রল বার দিয়ে উপরে বা নিচে নেমে খুঁজে বের করুন কোন প্রসেসটা বন্ধ করতে চান
৪. খুঁজে পেলে ঐ প্রসেসটায় মাউজ দিয়ে ক্লিক করুন
৫. এর পর নিচের End Process button এ ক্লিক করুন।
এটা বললাম উইন্ডোজের সাধারন নিয়ম নিয়ে। কিন্তু ভাইরাস বা ট্রোজান বা ম্যালওয়্যার যদি আপনার পিসিতে এক্টিভেট থাকে তাহলে উপরের নিয়মে তা নাও বন্ধ পারে। তার জন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন:
আমার রিকমান্ড করা সফটওয়্যারের মাধ্যমে জেনে নিন কিভাবে ভাইরাস এর প্রসেস বন্ধ করবেন।
১. a-squared HiJackFree সফটওয়্যারটি রান বা চালু করুন
২. এটি ডিফল্ট ভাবে আপনার পিসির সকল প্রসেস ডান পাশের প্যানেলে দেখাবে
৩. ডানপাশের স্ক্রল বার দিয়ে উপরে বা নিচে নেমে খুঁজে বের করুন কোন প্রসেসটা বন্ধ করতে চান
৪. খুঁজে পেলে ঐ প্রসেসটায় মাউজ দিয়ে ক্লিক করুন
৫. নিচের প্যানেলে খেয়াল করুন, ক্লিক করা প্রসেস এর সকল বিস্তারিত প্রোপার্টিজ দেখা যাচ্ছে
৬. প্রসেসটির উপর মাউজের রাইট ক্লিক করুন এবং Kill process এ ক্লিক করুন অথবা
৭. আপনি যদি চান ফাইলটিকে ডিলেট করতে এবং একইসময়ে ডিলেট করতে বা রেফারেন্স হতে ডিলেট করতে বা ফাইলটি ডিলেট হবার পর একটি ব্যাকআপ রাখতে তাহলে প্রোগ্রামটির বাম পাশের নিচের প্যানেলের Delete file check box অথবা Delete references check box অথবা Save backup check box এ টিক চিন্হ দিন। নিচের ছবিটি খেয়াল করুন-
killfile
৮. এর পর নিচের Kill Process button এ ক্লিক করুন।

নিচের লিংকে ক্লিক করে সফটওয়্যারটি ডাউনলোড করুন।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. At this time it appears like Expression Engine is the best blogging platform available right now.
    (from what I've read) Is that what you're using on your blog?


    Here is my page: noadware (https://www.facebook.com/)

    উত্তরমুছুন

No Spam Link is Allowed