নতুন কিছু ল্যাপটপের দাম ২০২১ (Larest Laptop Price in 2021)

 বর্তমানে আপনি ২০ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা পর্যন্ত বিভিন্ন দামে কিনতে পারবেন ল্যাপটপ। বর্তমানে প্রযুক্তির বাজারে ল্যাপটপের বিক্রি ভালো হচ্ছে। বিক্রেতারা জানান, তরুণ ক্রেতাদের আগ্রহ এখন হালকা-পাতলা ল্যাপটপ বা আলট্রাবুকের দিকে।
আপনি কি হালকা পাতলা ল্যাপটপ কিনবেন বলে ভাবছেন? যাঁরা সাধারণ ল্যাপটপের চেয়ে একটু বেশি সুবিধা চান তাঁদের জন্যই মূলত আলট্রাবুক। আর যাঁরা সাধারণ শুধু মুভি দেখা, ইন্টারনেট ব্রাউজের কাজ করেন, তাঁরা নোটবুক বা নেটবুক কিনতে পারেন। তবে এখন দ্রুত কাজ, উন্নত গ্রাফিকস আর হালকা-পাতলা সুদৃশ্য আলট্রাবুক ও নোটবুক  অনেকেরই বিশেষ পছন্দের তালিকায় রয়েছে।


 

বাংলাদেশের বাজারে এখন আপনার চোখে পড়বে নানা ব্র্যান্ডের হালকা-পাতলা ল্যাপটপ। এই ল্যাপটপগুলোকে মূলত আলট্রাবুক বলা হচ্ছে। বিভিন্ন ব্যান্ড যেমন এইচপি, ডেল, তোশিবা, স্যামসাং, এসার, লেনোভো, আসুস ইত্যাদি এর আলট্রাবুক পাওয়া যাবে বাজারে। অ্যাপল কোম্পানির হালকা-পাতলা ল্যাপটপ ম্যাকবুক এয়ারও রয়েছে দেশের বাজারে। হালকা-পাতলা ল্যাপটপগুলো যেমন সুদৃশ্য, তেমনি ব্যবহারবান্ধব। কিন্তু বাজারে আলট্রাবুকের দাম অন্যান্য ল্যাপটপের তুলনায় একটু বেশি। ৬৫ হাজার থেকে এক লাখ ৭০ হাজার টাকার মধ্যে বাজেট থাকলে তবেই কিনতে পারবেন ভালো আলট্রাবুক।

  • ল্যাপটপ কেনার জন্য কিছু পরামর্শঃ

১. উন্নত প্রসেসর, র্যাম, গ্রাফিকস ও ডিসপ্লে রেজুলেশন দেখে ল্যাপটপ কিনুন।

২. বেশিক্ষণ চার্জ থাকে এবং শক্তিসাশ্রয় করে এ ধরনের ল্যাপটপ কিনতে পারেন।

৩. যে ল্যাপটপে বেশি তথ্য সংরক্ষণ করা যাবে, সেই ল্যাপটপ কিনুন।

৪. পরিচিত ব্র্যান্ডের ল্যাপটপ কিনুন। কেনার পর নষ্ট হলে কী সুবিধা পাবেন, যাচাই করে নিন।

৫. অনুমোদিত বিক্রেতার কাছ থেকে কিনুন। কেনার পর ল্যাপটপের সঙ্গে থাকা অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো পরীক্ষা করে নিন।

1. Apple:

অনেকেই অ্যাপলের পণ্যের খুব ভক্ত। দেশের বাজারেই আপনি অ্যাপলের হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে ম্যাকবুক এয়ার কিনতে পারবেন। বাজারে ১১ ইঞ্চি ও ১৩ ইঞ্চি মাপের ম্যাকবুক এয়ার পাবেন। দাম পড়বে এক লাখ দুই হাজার থেকে এক লাখ ২৫ হাজারের মধ্যে। কাজের ক্ষেত্রে ম্যাকবুক এয়ার দারুণ উপযোগী।

2. Acer

বাজারে হালকা-পাতলা ল্যাপটপ হিসেবে পাবেন এসারের অ্যাস্পায়ার সিরিজের আলট্রাবুক। ইনটেলের প্রসেসরনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত ওজন এক কেজির কিছু বেশি। উইন্ডোজ ৭ অপারেটিং সিস্টেমনির্ভর অ্যাস্পায়ার সিরিজের আলট্রাবুক কিনতে পারবেন ৭৫ হাজার টাকার মধ্যেই।

3.HP

বাজারে সবচেয়ে বেশি চোখে পড়বে এইচপির আলট্রাবুক। এইচপির আলট্রাবুক রয়েছে ইনটেলের কোর আই ৩, কোর আই ৫ বা কোর আই ৭ প্রসেসরনির্ভর বিভিন্ন মডেলে। এইচপি ব্র্যান্ডের এনভি ৬-১০১১টিএক্স মডেলের আলট্রাবুকটিতে চার্জ থাকে প্রায় ১০ ঘণ্টা। এ ছাড়া রয়েছে উন্নত গ্রাফিকস। উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির দাম পড়বে ৯৫ হাজার টাকা। এইচপির হালকা-পাতলা ল্যাপটপের আরেকটি মডেল হচ্ছে এলিটবুক। এর দাম ৯৩ হাজার টাকা। এইচপি এলিটবুকের আরেকটি মডেল রয়েছে, যা ব্যবসায়ীদের জন্য বিশেষভাবে তৈরি। এর দাম এক লাখ ৪৫ হাজার টাকা। এনভি স্পেকটার নামে হালকা-পাতলা আরেকটি মডেল বাজারে রয়েছে, যার দাম এক লাখ ১২ হাজার টাকা। ৯৫ হাজার টাকায় পাওয়া যাবে এইচপির ১৩-২০০০ মডেলের নতুন আলট্রাবুক। এতে রয়েছে ১৩ ইঞ্চি পর্দা, ইনটেল কোর আই ৫ প্রসেসর, ৪ গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ১২৮ গিগাবাইট এএসডি ড্রাইভ, ১০ ঘণ্টা ব্যাটারি ব্যাকআপের সুবিধা।

4. Tosiba

বিশ্বের সবচেয়ে হালকা ওজনের তোশিবা আলট্রাবুক দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তোশিবা ব্র্যান্ডের পোর্টিজি জেড৯৩০-২০২৬ মডেলের আলট্রাবুকে কোর আই৭ প্রসেসর, ৬ গিগাবাইট র্যাম, ২৫৬ গিগাবাইট এসএসডির সুবিধা রয়েছে। উইন্ডোজনির্ভর ১৩.৩ ইঞ্চি মাপের আলট্রাবুকটিতে রয়েছে ইনটেলের এইচডি গ্রাফিকস কার্ড, ১৩.৩ ইঞ্চি এলইডি ডিসপ্লের ল্যাপটপটির ওজন ১.১২ কেজি। এতে  ৮ ঘণ্টা পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এ আলট্রাবুকটির দাম এক লাখ ৭১ হাজার টাকা। তোশিবার স্যাটেলাইট সিরিজেও রয়েছে আলট্রাবুক। স্যাটেলাইট ইউ ৯৪০ সিরিজের আলট্রাবুক কেনা যাবে ৮৪ হাজার টাকায়।

5. Fujitsu

হালকা ও পাতলা গড়নের ফুজিত্সু আলট্রাবুক বা লাইফবুক দেশের বাজারে পাবেন। ১৩ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লের আলট্রাবুকে রয়েছে ইনটেলের তৃতীয় প্রজন্মের কোর আই ফাইভ প্রসেসর উন্নত গ্রাফিকস। উইন্ডোজ ৮ নির্ভর ফুজিত্সুর দেড় কেজি ওজনের লাইফবুকটি টানা পাঁচ ঘণ্টা পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। ম্যাগনেশিয়ামের কাঠামো এ আলট্রাবুকের দাম ৯৩ হাজার ৫০০ টাকা।

6. Samsung

স্যামসাং ব্র্যান্ডের এনপি৫৩০ইউ৪সি মডেলের নতুন আলট্রাবুকে রয়েছে ইনটেলের ইন্টেল তৃতীয় প্রজন্মের কোর আই ৫ প্রসেসর ও উন্নত গ্রাফিকস। ১৪ ইঞ্চি ডিসপ্লের এ আলট্রাবুকের দাম ৮৬ হাজার টাকা। স্যামসাংয়ের লোটাস সিরিজে রয়েছে এনপি৫৩০ইউ৪সি-এস০২বিডি মডেলের আলট্রাবুক। ইনটেল কোর আই ৫ প্রসেসরনির্ভর আলট্রাবুকটিতে রয়েছে চার গিগাবাইট ডিডিআর৩ র্যাম, ৭৫০ গিগাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, ২৪ গিগাবাইট এসএসডি, সুপার মাল্টি ডিভিডি রাইটার। উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমনির্ভর ১৪ ইঞ্চি মাপের আলট্রাবুকটির দাম ৮৫ হাজার টাকা। স্যামসাং নাইন সিরিজের এনপি ৯০০ এক্স ৩সি মডেলের এ আলট্রাবুকটি উইন্ডোজ ৮ নির্ভর। স্যামসাংয়ের এ আলট্রাবুকটির দাম এক লাখ ৪৫ হাজার টাকা।

7. Dell

ডেলের আলট্রাবুকের মধ্যে রয়েছে ডেল এক্সপি ১৪। ইনটেল কোর আই ৫ ও কোর আই ৭ এ দুটি প্রসেসরে পাওয়া যায় ডেলের এ আলট্রাবুকটি। ১৪ ইঞ্চি মাপের উইন্ডোজনির্ভর আলট্রাবুকটির ওজন ১.৩৫ কেজি। দাম ৯০ হাজার টাকা।

8. Others

বাজারে হালকা-পাতলা ল্যাপটপের ক্ষেত্রে চোখে পড়বে লেনোভো, আসুসসহ বেশ কয়েকটি ব্র্যান্ডের আলট্রাবুক। ৮০ হাজার থেকে এক লাখ ৩০ হাজার টাকার মধ্যে কিনতে পারবেন এসব আলট্রাবুক।


নোটবুক ও নেটবুক

বাজারে হালকা-পাতলা ল্যাপটপ ছাড়াও কিনতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের নোটবুক ও নেটবুক। এইচপির কমপ্যাক সিকিউ৪৩-৪০০টিইউ পাবেন ৩২ হাজার টাকায়। ডেলের ইন্সপায়রন এন৩৫২১ পাবেন ৩৯ হাজার টাকায়। আসুসের  এ৪৪এইচ ল্যাপটরে দাম পড়বে ৩ ১ হাজার টাকা। এসারের অ্যাস্পায়ার ভি৩-৪৭১ মডেলটির দাস ৪২ হাজার টাকা। স্যামসাংয়ের এনপি৩৫০ভি৪এক্স-এ০৫বিডি কিনতে খরচ হবে প্রায় ৪২ হাজার টাকা। এ ছাড়া রয়েছে ৩২ হাজার ৫০০ টাকায় লেনোভো জি৪৮০, ৩৪ হাজার টাকায় ফুজিত্সুর এলএইচ৫৩১ ও ৩০ হাজারে তোশিবার স্যাটেলাইট সি৬৪০ ল্যাপটপের  মডেল।

২৩ হাজার ৬০০ টাকায় কিনতে পারবেন এসারের অ্যাস্পায়ার ওয়ান ডি২৭০ মডেলের নেটবুক। ২১ হাজার ৮০০ টাকায় পাবেন আসুসের এক্স১০১ সিএইচ। স্যামসাং অ্যাটম এন২১০০ পাবেন ২২ হাজার টাকায়। 

Source: Daily Prothom Alo

 আরো দেখুনঃ 

ওয়াই-ফাইয়ের সর্বোচ্চ ইন্টারনেট গতি নিয়ে আসুন এক নিমেসে!!

ABC of Diabetes


 

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ