এন্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ করুন খুব সহজে । Flash Your Android Device

Flash Your Android Device: আসসালামু আলাইকুম, আশা করি ভাল আছেন। আজকে আমি আপনাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ন পোষ্ট নিয়ে এলাম । আজ আপনাকে জানবো এন্ড্রয়েড মোবাইল ফ্ল্যাশ কিভাবে করতে হয় সে বিষয়ে।আপনারা অনেকেই জানেন না কিভাবে পিসি দিয়ে এন্ড্রয়েড মোবাইল ফ্লাশ দিতে হয়, তা নিচের ছবি সহকারে দেওয়া হল। আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক।আপনার পিসিতে অবশ্যই .net Firmware 3.5 ইন্সটল করা থাকতে হবে।
Android Flash

যদি আপনার পিসিতে .net Firmware 3.5 ইন্সটল করা না থাকে তবে এখান থেকে ডাউনলোড করে নিন।

সর্তকতাঃ খেয়াল রাখতে হবে যে মোবাইলে ফ্লাশ দিবেন সে মোবাইলে যেন ৫০%-৬০% পারসেন্ট চার্জ অবশ্যই থাকতে হবে।

Flash Your Android Device

প্রকৃয়া ঃ 


  • Step 1: প্রথমে এখান থেকে SP TOOL ডাউনলোড করতে হবে। তারপর যে ফোন্ডারে সফটওয়ারটি ডাউনলোড করেছেন সেটা ওপেন করে Driver নামের একটি ফোল্ডার পাবেন, সেখানে  ঢুকুন। এখান থেকে আপনার পিসির মডেল অনুযায়ী 32 BIT অথবা 64 BIT এর ড্রাইভার সেটা ইন্সটল করে নিন।  ড্রাইভারটা সাধারণ ভাবেই ইন্সটল করুন। শেষের দিকে ৩/৫ বার ওয়ার্নিং দেখবে। প্রতি বারই Install This Software Driver Anyway এতে ক্লিক করুন। ইন্সটল শেষ হলে উইন্ডোস 8 এবং উইন্ডোস 7 এর ক্ষেত্রে উপরের ছবির মত করে ড্রাইভার সিলেক্ট করে নিন।
  • Step 2 : আপনার মোবাইল অনুযায়ী ফ্লাশ ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিঙ্ক এ ক্লিক করুন।

  1. Symphony Flash File ডাউনলোড
  2. Maximus Flash File ডাউনলোড
  3. Walton Flash File ডাউনলোড
  4. Okapia Flash File ডাউনলোড
  5. Oppo Flash File ডাউনলোড
  6. Lenovo Flash File ডাউনলোড
  7. Micromax Flash File ডাউনলোড
  8. Winmax Flash File ডাউনলোড
  9. Intex Flash File ডাউনলোড
  10. Hitech Flash File ডাউনলোড
  11. Xolo Smart Phone Flash File ডাউনলোড
  12. Lava Flash File ডাউনলোড
আপনার ফোনের driver কাজ না করলে এখান থেকে ড্রাইভার ডাউনলোড করে নিতে পারেন।



  • Step 3 : মোবাইল অবশ্যই বন্ধ করে নিন।

Step 4 : এবার Flash Tool ফোল্ডারে ঢুকুন। এবার এখান থেকে তীর চিহ্নে দেখিয়ে দেওয়া Flash tool ওপেন করুন।


Step 5 : তারপর ডাউনলোড ট্যাবে ক্লিক করুন ।


Step 6 : স্ক্রিনশট এ দেখানো যায়গায় (Scatter loading) ক্লিক করেন।


Step 6 : একটি পপআপ উইন্ডো আসবে। এটাতে ব্রাউজ করে এক্সট্রাক্ট করে রাখা ফার্মওয়্যার এর ফোল্ডারের ভিতরে প্রবেশ করুন।   এখন যেটাতে Scatter লেখা সেটা তে ক্লিক করে ওপেন করুন।


Step 7 : এবার স্ক্রিনশট অনুযায়ী Download বাটনে এ ক্লিক করুন। এবার আপনার এন্ড্রয়েড মোবাইলটির ব্যাটারি খুলে ফেলুন। তারপর ডাটা ক্যাবল দিয়ে ফোনেটিকে পিসি তে কানেক্ট করুন (ব্যাটারি খুলা অবস্থায়)। পিসি তে লাগানোর পর সাবধানে মোবাইটির Volume + বাটন চাপ দেয়ার সাথে সাথে ব্যাটারী লাগান। দেখতে পাবেন একটা লাল loader load হচ্ছে। কিছুক্ষন সময় অপেক্ষা করুন ডাউনলোড হতে থাকবে।




Step 8 : ১০০% লোডিং হওয়ার পর।


ব্যাস কাজ শেষ।  ইউএসবি ক্যাবল খুলে, ব্যাটারি লাগিয়ে সেট টি অন করুন। প্রথম বার অন হতে একটু বেশি সময় লাগবে, চিন্তার কিছুই নেই।
সমস্যা হলে কমেন্টে জানাবেন। পোষ্টটি ভালো লাগলে শেয়ার করবেন। 
Flash Your Android Device
আরো দেখুনঃ 
  1. ইউএসবি ড্রাইভ দিয়ে সহজে উইন্ডোজ 10 সেটাপ দেওয়া শিখুন ।
  2. ব্লুটুথ রিমোট কন্ট্রোল সহ মোবাইল ট্রাইপড। 
  3. ডার্ক ওয়েবে কিভাবে অ্যাক্সেস করবেন??


একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

No Spam Link is Allowed