পেনড্রাইভ থেকে সর্টকাট ভাইরাস দূর করুন চিরতরে

Shortcut Virus
আশা করি সবাই ভাল আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব পেনড্রাইভ থেকে সর্টকাট ভাইরাস কিভাবে দূর করবেন চিরতরে। ছোট্ট একটা সফটওয়্যারের মাধ্যমে। সফটওয়্যারের নাম হচ্ছে USB FIX । এটি আপনারা গুগোলে সার্চ করে পেয়ে যাবেন অথবা এই লিঙ্ক থেকে সরাসরি ডাউনলোড করতে পারেন।

ডাউনলোড লিঙ্কঃ https://www.usbfix.net/
usbfix

ডাউনলোড করা হয়ে গেলে সফটওয়্যারটি ওপেন করুন।
এবার Scan USB Disk এই অপশনে ক্লিক করুন। তারপর আপনার পেনড্রাইভটি স্ক্যান হবে।
তারপর সর্টকাট ভাইরাস  এর নাম দেখাবে।
তার পর Clean এ ক্লিক করে ভাইরাস দূর করুন।

কাজ শেষ, এখন আপনি নিশ্চিত থাকুন আপানার পেনড্রাইেভ আর কোন সর্টকাট ভাইরাস নেই।

পোষ্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন। কোন সমস্যা ফেস করলে কমেন্টে জানাবেন।

ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।  

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ