ডাউনলোড করে নিন Text to Voice Converter 4.0 এবং IW Shutdown Timer 1.0 – শুধু আপনার জন্যই


এখন সফট গুলোর বর্ননা দেয়া যাক। নিচে বর্ননা এবং ডাউনলোড লিঙ্ক দিলাম। দেখুন সফটওয়্যার গুলো কাজে লাগে কিনা।
Text to Voice Converter 4.0
undefined
নাম দেখেই বুঝতে পারছেন এটি লেখাকে ভয়েসে রুপান্তরিত করে। ইন্টারনেটে সার্চ দিলে অনেক টেক্ট টু ভয়েস সফট পাবেন। তবে এটি অবশ্যই একটু ডিফ্রেন্ট। এটির বৈশিষ্ট্য গুলো দেখলেই বুঝবেন।
বৈশিষ্ট্যসমূহঃ
  • এতে টেক্স (.txt) ফাইল ওপেন করতে পারবেন।
  • কোন লেখাকে টেক্স (.txt) ফাইল হিসেবে সেভও করতে পারবেন নোটপ্যাডের মত।
  • লেখাকে ভয়েস রুপে শুনার সাথে সাথে তা সাউন্ড ফাইল (.wav) হিসেবে সেভ করতে পারবেন।
  • এর রয়েছে আকর্ষনীয় চারটি স্কিন।
  • এর সবচেয়ে আর্কনীয় জিনিসটি হল এর সাথে মাইক্রোসফটের ভয়েস ক্যারেকটার যুক্ত করা হয়েছে। এতে আপনি ভয়েস শোনার সময় এনিমেটেড ভয়েস ক্যারেকটার দেখতে পাবেন।
  • এতে মোট চারটি ভয়েস ক্যারেকটার যুক্ত করা হয়েছে
  • উইন্ডোজ ৭ সমর্থিত।
স্ক্রিনশটঃ
undefined
ডাউনলোডঃ
সাইজঃ ১৫.৪২ মেগাবাইট
Text to Voice Converter এর অফিশিয়াল পেজঃ এখানে ক্লিক করুন
এ সফটটি আপনার ছোট ভাই-বোনকে উপহার হিসেবে দিতে পারেন। ভয়েস ক্যারেকটার গুলো যখন লেখা পড়বে তখন তারা মজা পাবে + উচ্চারনও শিখতে পারবে। :)
IW Shutdown Timer 1.0
undefined
এটি আমার নতুন সফটওয়্যার। এর নাম আই-ডব্লিউ শাটডাউন টাইমার। এটির প্রথম ভার্সন মাত্র উন্মুক্ত করেছি। এটি আপনার পিসিকে নির্দিষ্ট সময়ে বন্ধ করতে সাহায্য করবে।
এখন প্রশ্ন হল কেন সফটটি ব্যবহার করবেন?
ধরুন আপনি ছোট কোন কাজে বাইরে যাচ্ছেন, কিছুক্ষন পর আবার ফিরবেন। তাই চাচ্ছেন কম্পিউটার বন্ধ না করতে। কিন্তু আপনার আসতে দেরিও হতে পারে। তাই তখন আপনি শাটডাউন টাইমার চালু করে দিতে পারেন। এতে নির্দিষ্ট সময়ে আপনি না এলেও কম্পিউটার সয়ংক্রিয় বন্ধ হবে। আবার ধরুন আপনি কোন কারনে বাইরে যাবেন। কম্পিউটারে বড় কোন কাজ যেমনঃ ভিডিও কনভার্ট, ডিফ্র্যাগমেন্ট ইত্যাদি করতে দিয়েছেন। কাজ শেষ হতে বেশী সময় লাগবে। আপনার সেই সফটওয়ারটিতে কাজ শেষ হলে সয়ংক্রিয় শাটডাউনের অপশন নেই। তখন আই-ডব্লিউ শাটডাউন টাইমার ব্যবহার করতে পারেন। আবার অনেকে রাতে ডাউনলোড দিয়ে ঘুমাতে চলে যান। তখন আপনি এ সফটওয়্যারটি ব্যবহার করতে পারেন। আনুমানিক কয়টাতে কাজ শেষ হতে পারে তা হিসাব করে টাইমার চালু করে দিন। বাস! আপনাকে আর কিছু করতে হবে না। সময় হলে টাইমার নিজে নিজে কম্পিউটার বন্ধ করে দেবে।
বৈশিষ্টসমূহঃ
  • আকর্ষনীয় ইউজার ইন্টারফেস।
  • সহজ ব্যবহার।
  • লাস্ট ওয়ার্নি উইন্ডো© ফাংশান। [বিস্তারিত জানতে এর ইউজার গাইড দেখুন]
  • এতে বাংলা এবং ইংরেজী দুই ভাষাতেই ইউজার গাইড সংযুক্ত আছে।
  • উইন্ডোজ ৭ সমর্থিত।
স্ক্রিনশটঃ
undefined
ডাউনলোডঃ
সাইজঃ ৩.৩৪ মেগাবাইট

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. পোস্ট গুলো খুব ভাল লাগলো ।আপনাকে অনেক ধন্যবাদ ।

    উত্তরমুছুন

No Spam Link is Allowed