এবার Computer Refresh হাতের ছোঁয়া ছাড়া ।



images

কম্পিউটারে কোন কাজ করার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন। কিন্তু আপনি এখন চাইলেই আপনার কম্পিউটার অটো রিফ্রেশ করাতে পারবেন। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না ;) তারপরো যদি কারো হাতের সুরসুরি থেকে থাকে তাহলে অবশ্যই রিফ্রেশ
বাটন চেপেই রিফ্রেশ করে নিবেন :P কম্পিউটারে কোন কাজকরার পর রিফ্রেস দেওয়াটা অনেকের কাছে রীতিমত অভ্যাসে পরিনত হয়ে গেছে। কারো কারো অভ্যাসটা এত বেশী হয়ে গেছে যে কারণে-অকারণেই অনেকে রিফ্রেস দেন। কিন্তু আপনি এখন চাইলেই আপনার কম্পিউটার
অটো রিফ্রেশ করাতে পারবেন। এই কাজটি করার ফলে কম্পিউটার নিজে নিজেই রিফ্রেস করে নেবে। আপনাকে আর কষ্ট করে মাউস দিয়ে রিফ্রেস করতে হবে না ;) তারপরো যদি কারো হাতের
সুরসুরি থেকে থাকে তাহলে অবশ্যই রিফ্রেশ বাটন চেপেই রিফ্রেশ করে নিবেন :P

যে ভাবে করবেনঃ
Start Menu > Run এ গিয়ে regedit
লিখে ok করুন। Registry Editor চালু হবে।
HKEY_LOCAL_MACH INE > SYSTEM >
CurrentControlS et > Control >Update এ
গিয়ে ডান পাশে লেখা দেখবেন
UpdateMode। এটাতে ডাবলক্লিক করে ডাটা 1 এর পরিবর্তে 0 করে দিন।
কম্পিউটার রিস্টার্ট করুন।ব্যাসহয়ে গেল।
এখন থেকে আপনার কম্পিউটার অটোমেটিক
রিফ্রেস হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ