টেলিটকের থ্রিজি মডেম ‘ডংগল’ বাজারে


প্রথমবারের মতো ফ্ল্যাস ব্রান্ড নামে অতি দ্রুতগতিসম্পন্ন থ্রিজি মডেম বাজারে নিয়ে এলো টেলিটক বাংলাদেশ লিমিটেড। মঙ্গলবার দুপুরে হোটেল রূপসী বাংলার মার্বেল রুমে সীমিত পরিসরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে টেলিটক ফ্ল্যাস মডেমের মোড়ক উন্মোচন করেন টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জ্ঞানেন্দ্র বিশ্বাস, কম্পিউটার সমিতির পরিচালক ফয়জুল্ল্যাহ খান এবং বেসিসের সভাপতি ফাহিম মাশরুর উপস্থিত ছিলেন।
ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবর রহমান বলেন, বর্তমানে টেলিটকের মাধ্যমে দেশের মানুষ বিভিন্ন পরীক্ষার রেজাল্টসহ ইলেক্ট্রনিক বিল প্রদান, ভর্তি পরীক্ষার ফি টেলিটকের মাধ্যমে সম্পন্ন করতে পারছে। তাদের এ কাজে আরো গতি আনতে টেলিটক বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। এটি তার মধ্যে একটি অন্যতম উদ্যোগ।
এছাড়া দেশে আইসিটি সেক্টরের বিশেষজ্ঞ ও নেতৃবর্গ উপস্থিত থেকে টেলিকটকে উন্নত ও অত্যাধুনিক সেবা প্রদানের মাধ্যমে জাতিকে এগিয়ে নেয়ার আহ্বান জানান।
এছা্ড়া সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উওর ও মডেমের বিভিন্ন দিক তুলে ধরেন মো. হাবিবুর রহমান জেনারেল ম্যানেজার (মার্কেটিং অ্যান্ড সেলস), মোহাম্মদ তৌরিত জেনারেল ম্যানেজার (অপারেশনস), মহা. সামসুজ্জোহা ম্যানেজার (মার্কেটিং)।
ডংগলটির এর মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা। অত্যন্ত দ্রুতগতির এই মডেম কেনার সঙ্গে সঙ্গে গ্রাহকরা ১০ জিবি ডাটা পাবেন, যা ৫১২ কেবিপিএস স্পিডে ব্যবহার করতে পারবেন। এতে সর্বোচ্চ ৪ এমবিপিএস স্পিডে এতে ডাটা ট্রান্সমিশন করা যাবে।
দাম সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মার্কেটিং ম্যানেজার হাবিবুর রহমান বলেন, বর্তমানে বাজারে যেসব কোম্পানির মোডেম রয়েছে তাদের তুলনায় অনেক কম মূল্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে আমাদের মোডেমের যে দাম নির্ধারণ করা হয়েছে এর চেয়ে কমে কোনো থ্রিজি মডেম পাওয়া যায় না।
এ অনুষ্ঠানে কয়েকজন পরীক্ষামূলক ব্যবহারকারী তাদের বিস্ময়কর অভিজ্ঞতা তুলে ধরেন।
বনানী, ফার্মগেট, পল্টন, রমনা, যাত্রাবাড়ী, ধানমণ্ডি, মিরপুর, উত্তরা, টঙ্গী, নারায়ণগঞ্জ ও সদরঘাটে টেলিটকের ডিলার ও দেড় হাজার খুচরা দোকানে এ মডেম পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ