জেনে নিন জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন কিভাবে করতে হয়। যারা জানেন না তাদের জন্য।

ইতমধ্যে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইনে আবেদন । অনেক বন্ধুই জানেন কিভাবে আবেদন করতে হয়। আবার অনেকেই আমার মত কম জানা পাবলিক। যারা আমার মত কম কম জানেন তাদের জন্য আজকের এই ব্লগটি। কথা না বাড়িয়ে চলুন কি ভাবে আবেদন করতে হয় জেনে নেই।
প্রথমেই আপনাকে নিচের লিংক এ ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করুন।
নিচের মত পেইজ আসবে। তীর দিয়ে দেখানো আবেদন এ ক্লক করুন।
undefined
তার পর নিচের মত পেইজ আসবে। তথ্য গুলো সঠিক ভাবে দিয়ে —Login এ ক্লিক করুন।

তার পর নিচের মত আরেকটি পেইজ আসবে। ভাল ভাবে নিয়ম গুলো পড়ুন এবং Proceed এ ক্লিক করুন।

তার পর নিচের মত পেইজ আসবে। নিম্নের কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে।
১। ধর্ম সিলেক্ট করতে হবে।
২। যদি কোন কোটা থাকে তাহলে কোটা সিলেক্ট করতে হবে না থাকলে বিশেষ কোটা নাই সিলেক্ট করতে হবে।
৩। বিভাগ সিলেক্ট করতে হবে। খেয়াল রাখবেন বিভাগ সিলেক্ট করে কিছু সময় অপেক্ষা করুন।
৪। কিছু সময় অপেক্ষা করার পর কলেজ অপশন টি আসবে। তখন ঐ বিভাগের কলেজ লিষ্ট আসবে সেখানে আবেদন কারী কোন কলেজে ভর্তি হতে চায় তা সিলেক্ট করুন।

তার পর নিনের মত আরেকটি পেইজ আসবে। এখানে খুবই সতর্কতার সাথে কাজ করতে হবে। আবেদন কারী পছন্দনীয় সাবজেক্ট গুলো বাম পাশের লিষ্ট থেকে ডান পাশে নিতে হবে। যদি তার প্রথম পছন্দ হয় রাষ্ট্রবিজ্ঞান তাহলে বাম পাশের টেবিলে থাকা রাষ্ট্রবিজ্ঞান সিলেক্ট করে মধ্যে থাকা এরোতে ক্লিক করলেই ডান পাশে চলে যাবে। এভাবে বাম পাশের সবগুলো সাবজেক্ট পছন্দ অনুযায়ী ডান পাশে নিতে হবে।

তার পর আবেদন কারী পছন্দনীয় বিষয়গুলো সঠিক ভাবে আসছে কি না তা দেখাবে। যদি সঠিক হয় তাহলে কনফার্ম এন্ড গ তে ক্লিক করুন।

মত একটি কনফার্মেশন ম্যাসেজ পাবেন। নিচে তীর দিয়ে দেখানো ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে ক্লিক করুন। এডমিট কার্ড ডাউনলোড করুন।
undefined
আপনার কাজ শেষ। ডাউনলোড কৃত এডমিট কার্ডটি প্রিন্ট করে দিন। আবেদন কারী ফটো ও তুলতে ভূলবেন না।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ