ফ্রী আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করুন* এন্ড্রয়েডের জন্য।


আচ্ছালামুয়ালাইকুম,
আশাকরি আল্লাহর ইচ্ছায় সবাই ভালোই আছেন।
শিরনাম দেখেই বুঝতে পারছেন আজকে কি নিয়ে পোস্ট দিব।আজকের পোস্ট রুটেড আনরুটেড সকল ডিভাইসের জন্য।
তবে এখানেও একটা সীমাবদ্ধতা রয়েছে। তা হলো এটা শুধু অপেরামিনি দিয়ে ব্যবহার করতে হবে।  ইতমদ্ধেই হয়ত  আপনারা জাভা অথবা সিম্বিয়ান মোবাইলে ব্যবহার করেছেন।  এবার নিয়ে এলাম এন্ড্রয়েডের জন্য।
**চলুন তাহলে শুরু করা যাক**
এজন্য প্রয়োজন হবে একটি  অপেরামিনি এবং একটি  জিপি সিম।
শুরতেই আপনার ডিভাইসটি কনফিগার করে নিতে হবে।
এজন্য নিচে  ফলো করুন,
settings>wireless & networks>Mobile networks এ যান।
যদি আপনি আপনি ডুয়েল সিম ইউজ করে থাকেন তাহলে  Mobile networks এ প্রবেশ করার পর সিম সিলেক্ট করতে হবে।
যদি জিপি সিমটি  SIM1হয় তাহলে subscription 1 সিলেক্ট করুন। আর যদি জিপি সিমটি  SIM2 হয় তাহলে subscription2 সিলেক্ট করুন।
ধরুন আপনার জিপি  সিমটি সিম 1এ আছে।  তাহলে subscription 1 সিলেক্ট করে  এরপর Access Point Names এ প্রবেশ করুন।
মেনু বাটন প্রেস করে new APN এ ক্লিক করুন।
এবার এভাবে কনফিগার করে নিন;
name: opera
APN: gpinternet
Proxy: 80.239.242.253
port: 80
MCC:470
MNC:01
এছারা অন্নান্য সবকিছু আগের মতোই থাকবে। নিচের ছবিটি  দেখুন;
এবার এই কনফিগারেশনটি ডিফল্ট হিসেবে সেট করুন।


** এখন  আপনাকে একটি হান্ডেলার অপেরামিনি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্যএখানে ক্লিক করুন।
* এটি ইনস্টল করার পুর্বে আপনার মোবাইলে যদি কোনো অপেরামিনি ইনস্টল করা থাকে তাহলে সেটি আনইনস্টল করে নিন।
* এবার মোবাইলের ডাটা অন করে অপেরাটি ওপেন করুন। অপেরাটি   ওপেন  করলে একটি হ্যান্ডেলার মেনু দেখতে পাবেন। যেটা অন্নান্য   অপেরায় দেখা যায়না।
নিচের ছবিটি লক্ষ করুন।
এখান থেকে proxy type  এ HTTP সিলেক্ট করুন।
proxy Server বক্সে টাইপ করুন  wap.gpgamestore.com
এবার save প্রেস করুন।
আপনি যদি সবকিছু ঠিকমতো করতে পারেন তাহলে অপেরমিনিটি ইনস্টল হবে।
ইনস্টল হওয়ার পর ঝাপিয়ে পড়ুন আনলিমিটেড  ব্রাউজিং এবং ডাউনলোড করতে।
** ভালো স্পীড পেতে অবশ্যই যেকোনো একটি প্যাকেজ কিনে নিবেন**
আপনাদেরকে ভালোবাসি বলেই অনেক কস্ট করে লেখা আমার এই পোস্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
কোনো সমস্যা হলেও কমেন্টে জানাবেন।
                                                                              **ধন্যবাদ**

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ