বাংলাদেশে নতুন উদ্যমে আসছে মাইক্রোম্যাক্স


ভারতীয় মোবাইল হ্যান্ডসেট প্রতিষ্ঠান মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড বাংলাদেশে নতুন উদ্যমে যাত্রা শুরু করছে। চলতি জানুয়ারি মাসে ফিচার ফোন ও স্মার্টফোন ফিচারের মোবাইল ফোন বাংলাদেশে নিয়ে আসছে বলে জানিয়েছেন মাইক্রোম্যাক্সের সিইও দীপক মেহরোত্রা। নতুন এই যাত্রায় বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, ব্রাজিলে মাইক্রোম্যাক্সের স্মার্টফোন ফিচার ফোন পাওয়া যাচ্ছে।
মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড সম্প্রতি বেশকিছু ফিচার ফোন ও স্মার্টফোন ফিচার ফোন গুলো হলো ফিচার ফোন গুলো হলো এক্স ১০১, এক্স ১০৩, এক্স ওয়ান আই এক্স, এক্স ২৯২, এক্স ২৯৩, এক্স ৩২০, এক্স ৩২৪, এক্স ৪৫৫, এক্স ৪৪৬ ও এক্স ৪৫৬ এবং সর্বশেষ স্মার্টফোনগুলো হলো এ-২৫ স্মার্টি, এ ৬৫ ও এ ১১০ ক্যানভাস ২। এই হ্যান্ডসেটগুলো ১২৯৯ টাকা থেকে শুরু করে ১৪,৯৯৯ টাকার মধ্যে পাওয়া যাবে।
মাইক্রোম্যাক্স সবসময়ই ক্রমবর্ধমান বাজার ও নতুন প্রযুক্তির কথা ভেবে পণ্যগুলো বাজারে আনে। গ্রাহকের নিত্যনৈমিত্তিক প্রয়োজনের কথা বিবেচনা করে মাইক্রোম্যাক্স স্মার্টফোনের সমাহার সমৃদ্ধ করছে।
মাইক্রোম্যাক্স এর প্রতিটি স্মার্টফোনেই (এ-২৫, এ-৬৫, এ-১১০) রয়েছে ১ গিগাহার্জ প্রসেসর, সর্বশেষ অ্যান্ড্রয়েড প্রযুক্তি, দীর্ঘস্থায়ী ব্যাটারী এবং উন্নতমানের ক্যামেরা।
উল্লেখযোগ্য, মাইক্রোম্যাক্স এ-১১০ স্মার্টফোনটি ১ গি: হা: ডুয়েল কোর প্রসেসর, ৫ ইঞ্চি স্ক্রিন, ৮ মেগাপিক্সেল ক্যামেরা, থ্রিজি প্রযুক্তিসহ আরও অনেক সুবিধা সমৃদ্ধ।
মাইক্রোম্যাক্স ইনফরমেটিক্স লিমিটেড সিইও দীপক মেহরোত্রা বলেন, মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আমরা অন্যতম অবদান রেখে চলেছি একদম প্রথম থেকেই।
এবং আমরা এগিয়ে আছি সর্বশেষ প্রযুক্তি সবার আগে পৌঁছে দেবার ব্যাপারেও। এই নতুন হ্যান্ডসেটগুলো গ্রাহকদের সহজে ইন্টারনেট সুবিধা প্রদানসহ অন্যান্য প্রযুক্তিগত সকল সুবিধা প্রদান করবে।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আমরা নতুন পণ্যগুলো এখানেই সবার আগে আনতে চাই।
উল্লেখ্য, এই হ্যান্ডসেটগুলোর কয়েকটি ইতিমধ্যেই বাজারে পাওয়া যাচ্ছে এবং বাকীগুলো চলতি মাস জানুয়ারির মধ্যেই পাওয়া যাবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ