সেরা দশ: ট্যাবলেট

 মাত্র কয়েক বছরের মধ্যে ট্যাবলেট বাজারটি এমন ভাবে ফুলে ফেঁপে উঠেছে যা দেখলে আসলেই বিস্মিত হতে হয়। বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট এবং ল্যাপটপ এই তিন ডিভাইস এক হিসেবে প্রায় সমার্থক হয়ে উঠেছে। আপনার সামাজিক যোগাযোগ, ইমেইল, বিনোদন থেকে শুরু করে প্রায় সকল ধরণের চাহিদাকে পূরণ করতে পারে এই তিন ধরণের ডিভাইসগুলো। এর মধ্যে ট্যাবলেটের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এর প্রধান কারণ মোবাইল এবং ল্যাপটপ এই দুইয়ের সমন্বয়কারী ডিভাইস হওয়ায়। কিন্তু তারপরেও মাঝে মাঝে কি যেন নেই বলে মনে হয়। আপনি ইচ্ছা করলেই স্মার্টফোন বা ট্যাবলেটের বদলে একে ব্যবহার করতে পারবেন না। কিন্তু ল্যাপটপ বা স্মার্টফোন যদি ইতোমধ্যে আপনার থেকে থাকে তাহলে এই আরেকটি ডিভাইস ব্যবহার করার প্রয়োজনীয়তাটি আদিখ্যেতা বলেই মনে হয়।
তাহলে, তাহলে আপনি কি ট্যাবলেট ব্যবহার করবেন না?
অবশ্যই করবেন! প্রশ্ন আসতে পারে কোন ট্যাবলেটটিতে স্মার্টফোন এবং ল্যাপটপের সবচেয়ে বেশি সমন্বয় ঘটেছে।

এই মুহূর্তে আপনি যদি ট্যাবলেট দুনিয়ায় প্রবেশ করতে আগ্রহী হয়ে উঠেন তাহলে বেশ কিছু বিষয় আপনাকে জেনে নিতে হবে। প্রথমত বাজারে যে সকল ট্যাবলেট রয়েছে সেগুলোকে ওএস ভিত্তিতে মোটামুটি ভাবে তিনটি ভাগে ভাগ করা যায় - আইওএস (আইপ্যাড), অ্যানড্রয়েড অথবা উইন্ডোজ ভিত্তিক ট্যাবলেট। এর সাথে আপনাকে চিন্তা করতে হবে এর আকৃতি, ১০" নাকি ৭"? ৭ ইঞ্চি হলে তা হবে সহজে বহনযোগ্য আর ১০ ইঞ্চি হলে আপনি একে ল্যাপটপ হিসেবে চালিয়ে নিতে পারবেন। আপনার কাজের উপর ভিত্তি করে মেমরি, স্টোরেজের এবং কোন ধরণের নেটওয়ার্ক ব্যবস্থা গ্রহণ করতে চান সে বিষয়টা গুরুত্ব পাবে।
এখানে প্রিয় টেকের পাঠকদের জন্য পিসি ম্যাগাজিন প্রদত্ত ১০ টি সেরা ট্যাবলেটের একটি তালিকা দেয়া হল। এই তালিকায় পাঁচটি সেরা ৮.৯ - ১০ ইঞ্চি আকৃতির এবং পাঁচটি ৭ ইঞ্চি ট্যাবলেট স্থান পেয়েছে।

বড় পর্দার ট্যাবলেট:

১। অ্যাপল আইপ্যাড (চতুর্থ প্রজন্ম):

জনপ্রিয় এই ট্যাবলেট সম্পর্কে কিছু বলার প্রয়োজন রয়েছে বলে মনে করছি না। বিপ্লব সৃষ্টিকারী এই পণ্য এখন আরো দক্ষ আরো চৌকষ হয়ে উঠেছে। বড় পর্দা বিশিষ্ট ট্যাবলেটগুলোর মধ্যে সর্বসেরা। সবদিক থেকেই ট্যাবলেটটি সেরা, স্ক্রিন, ক্যামেরা, গতিশীল ওয়াইফাই প্রযুক্তি এবং প্রয়োজনীয় অ্যাপের সম্ভার এবং নির্ভরযোগ্যতার সমকক্ষ এখনো কেউ নেই।
২। স্যামসাং গ্যালাক্সি নোট ১০.১:

অ্যানড্রয়েড ভিত্তিক সেরা ১০.১ ইঞ্চি ট্যাবলেট। এই ট্যাবলেটের অনেক ভোক্তা বান্ধব বৈশিষ্ট্য অ্যাপলের আইপ্যাডেও নেই। তবে স্ক্রিনের রেজ্যুলুশন কম হওয়ায় একে দ্বিতীয় স্থান নিতে হল।
৩। অ্যামাজন কিন্ডল এইচডি ৮.৯:

স্বল্প মূল্য তার সাথে বিশাল আকৃতির পর্দা যদি আপনার লক্ষ্য হয়ে থাকে তাহলে অ্যামাজন এর তৈরি কিন্ডল ফায়ার এইচডি আদর্শ। তবে অ্যাপ্লিকেশনের দিক থেকে আপনাকে একটু কষ্ট পেতে হবে আর ইউজার ইন্টারফেসটি তৈরি করা হয়েছে শপিংকে মাথায় রেখে ফলে অনেকের কাছে তা বিরক্তিকর বলে মনে হতে পারে।
৪। আসুস ট্র্যান্সফর্মার প্যাড ইনফিনিটি টিএফ৭০০:

অ্যানড্রয়েড ভিত্তিক আরেকটি সেরা ট্যাবলেট। দারুণ ব্রাইট এবং শার্প হাই-রেজ্যুলুশনের ডিসপ্লে, অত্যন্ত গতিশীল কোয়াড-কোর প্রসেসর এবং অ্যাড-অন হিসেবে দক্ষ একটি কিবোর্ড থাকায় আসুসের এই ট্যাবলেটটি তালিকার চতুর্থ স্থানটি দখল করে নিয়েছে।
৫। মাইক্রোসফট সারফেস (উইন্ডোজ আরটি):

উইন্ডোজ আরটি ভিত্তিক সারফেস ট্যাবলেটের মাধ্যমে মাইক্রোসফট অনেক ব্যবহারকারীদের জন্য ট্যাবলেট এবং ল্যাপটপ এর মধ্যে যে পার্থক্য রয়েছে তার মাঝে একধরণের সেতু তৈরি করতে সক্ষম হয়েছে। বিশেষ করে যে সকল ব্যবহারকারী ওয়েব এবং অফিস অ্যাপ্লিকেশনের উপর প্রচন্ডরূপে নির্ভরশীল। সারফেসে মাইক্রোসফট ভালো মানের হার্ডওয়্যার এবং উদ্ভাবনী ডিজাইন প্রয়োগ করলেও মাইক্রোসফটের অফিস আরটি হচ্ছে এর জনপ্রিয়তার আসল চাবিকাঠি।

ছোট-পর্দার ট্যাবলেট

গুগল নেক্সাস ৭:

গুগল এবং আসুস এর সম্মিলিত প্রচেষ্টার ফল নেক্সাস সেভেন, ছোট পর্দা বিশিষ্ট দারুণ একটি ট্যাবলেট যার মূল্যটাও হাতের নাগালে আর তাই এই ট্যাবলেটটি পিসিম্যাগের সেরা ছোট পর্দার ট্যাবলেট হিসেবে স্থান করে নিয়েছে।
অ্যামাজন কিন্ডল ফায়ার এইচডি:

অ্যামাজনের কন্টেন্ট দেখবার জন্য ৭" মাপের এই ট্যাবলেটটি অসাধারণ হলেও $২০০ মার্কিন ডলার মূল্যের এই ট্যাবলেটটি এখন আর সবচেয়ে গতিশীল বা সবচেয়ে বহনযোগ্য ট্যাবলেট নেই।
অ্যাপল আইপ্যাড মিনি:

আপনাকে দিচ্ছে বাজারের সেরা অ্যাপগুলো আপনার প্রিয় ট্যাবলেটে ব্যবহারের নিশ্চয়তা কিন্তু তার জন্য দিতে হচ্ছে প্রিমিয়াম মূল্য।
অ্যামাজন কিন্ডল ফায়ার:

দামের দিক থেকে জিতলেও অন্যান্য $১৯৯ মূল্যের ট্যাবলেট এর কাছে এর বৈশিষ্ট্য অনেকটা পানসে।
বার্নস অ্যান্ড নোবল নুক এইচডি:

টেকসই নির্মাণ মান এবং দারুণ একটি পর্দা নুক এইচডিকে করে তুলেছে খুব সুন্দর ছোট্ট ট্যাবলেট হিসেবে। ট্যাবলেটকে যারা পড়বার কাজে ব্যবহার করে থাকেন তারা এই ট্যাবলেটটিকে সবচেয়ে পছন্দ করবেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ