আসসালামু আলাইকুম, আশা করি পিসিহেল্পলাইন পরিবারের সবাই ভাল আছেন। আমরা
কম্পিউটার ব্যাবহার করার সময় আমাদের ইচ্ছার বাহিরে অনেক সময় কম্পিউটারে
সিডি/ডিভিডি, পেন-ড্রাইভ, এক্সটারনাল হার্ড ডিস্ক, এক্সটারনাল ডিভিডি রম বা
রাইটার ইত্যাদি প্রবেশ করাতে হয়। আর এতে কম্পিউটারে Default ভাবে সেট করে
থাকা Autorun পদ্ধতি আমাদের কম্পিউটারে সচল হয়ে যায়। ফলে এই সমস্ত
এক্সটারনাল ডিভাইসে ভাইরাস থাকলে তা স্বয়ংক্রিয় ভাবে আমাদের সিস্টেমে
প্রবেশ করতে থাকে। এটা আমরা অনেকেই জানি না বা জানলেও এটা বন্ধ করার কোন
পদ্ধতি না জানার কারনে আমাদের ভাইরাসের দ্বারা নানা রকম হয়রানির শিকার হতে
হয়।
আজ আমি আপনাদের দেখাব কীভাবে ম্যানুয়াল পদ্ধতিতে কম্পিউটারে অটোরান বন্ধ করতে হয়।
০১. প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে Enter চাপুন।

০২. তাহলে এমন একটি উইন্ডো আসবে।

০৩. এবার এখান থেকে Computer Configuration > Administartive Templates > System কমান্ড দিন। তাহলে Turn Off Autoplay অপশন দেখতে পাবেন।

০৪. এবার এটিতে Double Click করুন। তাহলে একটি নতুন উইন্ডো আসবে।

০৫. Enable > All Drives নির্বাচন করে OK দিয়ে বের হয়ে আসুন।

০৬. আপনার কাজ শেষ। পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে Not Configured অপশন নির্বাচন করে OK দিয়ে বের হয়ে আসুন।

বিশেষ দ্রষ্টব্যঃ এই পদ্ধতিটি শুধুমাত্র আপনার পিসিকে স্বয়ংক্রিয় ভাবে ভাইরাস ছড়ানো থেকে নিরাপদ রাখবে তাই পেন ড্রাইভে প্রবেশ করার আগে অবশ্যই ভাল ভাবে এটিকে স্ক্যান করে নিন।
০১. প্রথমে Run এ গিয়ে gpedit.msc লিখে Enter চাপুন।
০২. তাহলে এমন একটি উইন্ডো আসবে।
০৩. এবার এখান থেকে Computer Configuration > Administartive Templates > System কমান্ড দিন। তাহলে Turn Off Autoplay অপশন দেখতে পাবেন।
০৪. এবার এটিতে Double Click করুন। তাহলে একটি নতুন উইন্ডো আসবে।
০৫. Enable > All Drives নির্বাচন করে OK দিয়ে বের হয়ে আসুন।
০৬. আপনার কাজ শেষ। পূর্বের অবস্থায় ফিরে যেতে হলে Not Configured অপশন নির্বাচন করে OK দিয়ে বের হয়ে আসুন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই পদ্ধতিটি শুধুমাত্র আপনার পিসিকে স্বয়ংক্রিয় ভাবে ভাইরাস ছড়ানো থেকে নিরাপদ রাখবে তাই পেন ড্রাইভে প্রবেশ করার আগে অবশ্যই ভাল ভাবে এটিকে স্ক্যান করে নিন।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed