প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা পদ্ধতিঃ-
- মোট নম্বর ১০০।
- লিখিত ৮০ এবং মৌখিক ২০ নম্বর।
- লিখিত ৮০ নম্বর এর মধ্যে
- বাংলা -২০ নম্বর
- ইংরেজি -২০ নম্বর
- গনিত -২০ নম্বর এবং
- সাধারন জ্ঞান ও বিজ্ঞান -২০ নম্বর।
- উপস্থিতি- ৫ নম্বর
- স্মার্টনেস – ৫ নম্বর
- এস এস সি ও এইচ এস সির ফলাফলের উপর – ৫ নম্বর এবং
- প্রশ্নের উত্তর – ৫ নম্বর
বাংলার জন্য
৫ম হতে ১০ম শ্রেণী পর্যন্ত বাংলা ব্যাকরণ সাথে বিখ্যাত কবি সাহিত্যকদের জীবনী।
ইংরেজির জন্য ইংরেজি ব্যাকরণের
Article, parts of speech, gender , number, tens, voice , spelling , synonym, antonym, and some of English literatures.
গনিতের জন্য
৫ম হতে ১০ম শ্রেণীর গনিত। এবং বিজ্ঞান ও সাধারন জ্ঞানের জন্য ৫ম হতে ৮ম শ্রেণীর বিজ্ঞান বই যথেষ্ট।
কিছু গাইড বই এর পরামর্শঃ
বাজারে প্রচলিত গাইডের মধ্যে প্রফেসরস অথবা ওরাকল এর ” প্রাথমিক শিক্ষক নিয়োগ গাইড ২০২১”
জব সলুশন,এম পি থ্রির একসেট ইত্যাদি নিতে পারেন। আর এই ধরনের সব পিডিএফ বই ফ্রীতে ডাউনলোড করতে পারবেন এই ওয়েব সাইড থেকে www.pdfstall.com
পরীক্ষার সম্ভাব্য সময়ঃ দেশে কোন ধরনের বড় সমস্যা নাহলে আগামি বছর তথা ২০২১ এর মাঝামাঝি হতে পারে।
0 মন্তব্যসমূহ
No Spam Link is Allowed