গাড়ীর রেজিট্রেশন, ড্রাইভিং লাইসেন্স চেক করুন রবি সিম দিয়ে খুব সহজে ই- ট্রাফিক সার্ভিস

প্রিয় পাঠক কেমন আছেন সবাই । আশা রাখছি ভালো আছেন। প্রথমেই আপনাদের জন্য নিয়ে এলাম এবার গুরুত্বপুর্ন বিষয়। এটা হল ই- ট্রাফিক সার্ভিস । এই সার্ভিস ব্যবহার করে আপনি মুহুর্তের মধ্যে জেনে নিতে পারেন  আপনার ক্রয়কৃত বাইক অথবা মটরযানটির রেজি: অরজিনাল  কি না। আপনার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক আছে কি না? এছারাও আরও অনেক তথ্য।
BRTA Check
এই সেবাটি দিতে Bangladesh Road Transport Authority (BRTA) (বি আর টি এ)এবং Dhaka Metropolitan Police (DMP) (ডি এম পি) যৈথভাবে সাহায্য করে থাকে।
এটা এত জুরুত্বপুর্ন সেবা যে, সবার জানা দরকার । এই সেবাটা দিচ্ছে শুধু মাত্র রবি মোবাইল কোম্পানি। এই  ই- ট্রাফিক সার্ভিস ব্যবহার করে আপনি যে যে বিষয় সেবা পাবেন তা হল:
•     Validation of Vehicle Registration number
•     Validation of Engine number
•     Validation of Chassis number
•     Validation of Fitness Certificate
•     Validation of Tax Token
•     Validation of ownership details
•     Information regarding Traffic case filed against a vehicle
•     Validation of Driving License
এই সেবাটি একমাত্র রবি গ্রাহকরাই উপভোগ করতে পারেন।
এবার জেনে নিন কিভাবে ইউজ করবেন রবির সেবাটি
•     মোবাইল থেকে ডায়াল করুন *28787# এবং নির্দেশগুলো অনুসরন করো
অথবা
•     Send SMS to 28787 in the format mentioned in the table given below
Content Categories                                  Message
Registration Checking       R<space><Vehicle Registration#>
Case Info                            CASE<space>Vehicle Registration#
Case Info                           CASE<space>ID
Driving License               DL<space>Driving License number
as    it        appears in the card
Chassis Validation            CS<space>Vehicle Registration#
Engine no.Validation        En<space>Vehicle Registration#
Ownership Checking        OWN<space>Vehicle Registration#
Fitness Validation             FT<space>Vehicle Registration#
Tax Token                          TT<space>Vehicle Registration#
খরচ BDT 2+vat per sms
আশা করি পোষ্টটি আপনাদের উপকারে আসবে।যদি জানতে চান কিভাবে কোন দালাল ছারাই আপনার ড্রাইভিং লাইসেন্স করবেন ? এই বিষয়ে আমাদের পোষ্টটি দেখে নিতে পারেন। 
সবাই ভালো থাকবেন
ধন্যবাদ 

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

No Spam Link is Allowed