১০ হাজারের মধ্যে ডিজিটাল ক্যামেরা

Untitled-40এখন প্রায় সব মুঠোফোনেই আছে ক্যামেরা। তবে এতে তোলা ছবির মান তেমন ভালো হয় না, বড় করে প্রিন্টও করা যায় না। তাই ডিজিটাল ক্যামেরার আবেদন অনেকের কাছেই আছে। শখ করে অনেকে কেনেন ডিজিটাল এসএলআর ক্যামেরা। তবে সেটির দাম অর্ধলক্ষ টাকার বেশি। তাই শখের ছবি তোলা থেকে নিজেকে বঞ্চিত না করতে ফিক্সড ফোকাসের ডিজিটাল ক্যামেরার চাহিদা তুঙ্গে। প্রযুক্তির বাজারে ১০ হাজার টাকার মধ্যে বেশ কিছু ব্র্যান্ডের ডিজিটাল ক্যামেরা কিনতে পাওয়া যায়। চাইলে কিনে নিয়ে ছবি তোলা শুরু করে দিতে পারেন।

ক্যানন
ক্যাননের বেশ কটি ডিজিটাল ক্যামেরা পাওয়া যায় ১০ হাজার টাকার মধ্যে। ১৬ মেগাপিক্সেলের ৫এক্স জুম লেন্সের ক্যানন পাওয়ারশট এ২৩০০ ও এ৩৪০০ ক্যামেরার দাম পড়বে যথাক্রমে আট হাজার ৪০০ ও নয় হাজার ৩০০ টাকা। ১৪.১ মেগাপিক্সেলের পাওয়ারশট এ২২০০, ১৬ মেগাপিক্সেলের ক্যানন এ২৪০০ দাম পড়বে যথাক্রমে নয় হাজার ১০০ ও নয় হাজার ২০০ টাকা।

সনি
বাজারে বেশ কটি মডেলের সনি সাইবার শট ডিজিটাল ক্যামেরা পাওয়া যায়। ১০ হাজার টাকায় কিনতে পারেন হালকা ওজন ও গড়নের ১৬.১ মেগাপিক্সেল ও ৫এক্স অপটিক্যাল জুমের ক্যামেরা সনি ডব্লিউ৬৩০। ১৪.১ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা হচ্ছে সনি ডব্লিউ৬১০ ও সনি ডব্লিউ৬২০, দাম পড়বে যথাক্রমে আট হাজার ৩০০ টাকা ও নয় হাজার ৫০০ টাকা। সনি ডব্লিউ৫১০ ও সনি ডব্লিউ৭১০ ক্যামেরার দাম পড়বে যথাক্রমে নয় হাজার ৬০০ ও নয় হাজার ৫০০ টাকা। ডব্লিউ৬২০ ক্যামেরা দিয়ে এইচডি ভিডিও ধারণ করা যায়।

নাইকন
১৪ মেগাপিক্সেলের নাইকন এস২৬০০ মডেলের ডিজিটাল ক্যামেরার দাম আট হাজার ৫০০ টাকা। ১৬ মেগাপিক্সেলের এইচ৪৩০০, এইচ৩৩০০ মডেলের দাম নয় হাজার ৫০০ টাকা। নাইকন এইচ২৬০০-এর দাম পড়বে আট হাজার ৫০০ টাকা।

স্যামসাং
বাজারে সবচেয়ে কম দামের ডিজিটাল ক্যামেরা স্যামসাং ব্র্যান্ডের। ১৪.২ মেগাপিক্সেল রেজ্যুলেশনের স্যামসাং ইএস৯০ মডেলের ক্যামেরার দাম সাত হাজার টাকা। ১২.২ মেগাপিক্সেলের স্যামসাং ইএস৮০ ক্যামেরার দাম সাত হাজার ৮০০ টাকা, ১৪.২ মেগাপিক্সেলের স্যামসাং পিএল২০ ও এসটি৬৫ মডেলের ক্যামেরার দাম যথাক্রমে আট হাজার ৯০০ ও নয় হাজার ৩০০ টাকা।

Untitled-38অলিম্পাস
১৪ মেগাপিক্সেলের অলিম্পাস ভিজি ১২০ ক্যামেরা ও অলিম্পাস এফই৪০২০ মডেলের ক্যামেরার দাম নয় হাজার ৫০০ টাকা।

ফুজি
১৪ মেগাপিক্সেল রেজ্যুলেশন ও ৫এক্স অপটিক্যাল জুমের ফুজি ফাইন পিক্স জেএক্স৫০০ ক্যামেরার দাম সাত হাজার ৭০০ এবং ১৬ মেগাপিক্সেলের ফুজি ফাইন পিক্স জেএক্স৫৫০ মডেলের দাম আট হাজার ৭০০ টাকা।

খেয়াল রাখুনUntitled-39
মেগাপিক্সেল: ডিজিটাল ক্যামেরার মেগাপিক্সেল যত বেশি হবে, ছবির মানও তত ভালো হবে—এই ধারণা সম্পূর্ণ ভুল। ছবির আকার নির্ধারণ করে দেয় মেগাপিক্সেল। একটি ৬ মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে ৪ x ৬ ইঞ্চি আকারের একটি ছবি তোলা যায়। ১০ মেগাপিক্সেল ক্যামেরায় ১৩ x ১৯ ইঞ্চি আকারের ছবি তোলা যায়।
সেন্সর: ইমেজ সেন্সরের ওপর ছবির মান নির্ভর করে। সেন্সরের আকার যত বড় হবে, ছবির মান তত ভালো হবে। ডিজিটাল ক্যামেরায় দুই ধরনের ইমেজ সেন্সর দেখা যায়। সিসিডি ও সিএমওএস নামের সেন্সরে সিএমওএস সেন্সরে কম ব্যাটারি খরচ হয়।
জুম: ক্যামেরাগুলোর অপটিক্যাল ও ডিজিটাল দুই ধরনের জুম থাকে। অপটিক্যাল জুম লেন্সের ফোকাল দৈর্ঘ্য পরিবর্তন করে বিষয়বস্তুকে কাছে নিয়ে আসে। ফলে ছবির মান অটুট থাকে।
l ওয়ারেন্টির কাগজপত্র খেয়াল করে পূরণ করুন।
l ক্যামেরার খাপ বা ব্যাগ আলাদা কিনতে পাওয়া যায়। সাধারণ ব্যবহারের জন্য ক্যামেরার কভারের দাম ১২০ থেকে ৩০০ টাকা পর্যন্ত।
l ক্যামেরার পর্দা বা লেন্স হাত বা সাধারণ কাপড় দিয়ে না মুছে বিশেষ ধরনের পাতলা কাপড় দিয়ে পরিষ্কার করুন।
l ক্যামেরার পর্দা বা লেন্সে দাগ যেন না পড়ে, সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখুন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ