এবার মুখের কথায় ফেসবুক স্ট্যাটাস!

ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে ইচ্ছা করছে, কিন্তু কম্পিউটারে বা মুঠোফোনে কিবোর্ডে হাত দিয়ে স্ট্যাটাসটি কম্পোজ করতে ইচ্ছা করছে না তাই তো।
এমন যদি হতো, আপনি যা বলছেন তা শুনে নিজে নিজেই কম্পোজ হয়ে গেল স্ট্যাটাসটি।
কি বিশ্বাস হচ্ছে না?
 বিশ্বাস হবে যদি আপনি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমচালিত মুঠোফোন ব্যবহার করে থাকেন তাহলে এটি খুব সহজেই সম্ভব। এ জন্য আপনাকে ‘স্ট্যাটাস এমসি’ সফটওয়্যারটি নামিয়ে নিতে হবে অ্যান্ড্রয়েড মার্কেট থেকে।



এই সফটওয়্যার সংগ্রহের জন্য      https://market.android.com/details?id=com.coolbeans.fbstatus&hl=en    এ ঠিকানায় যেতে হবে।

এ সফটওয়্যারটি বিনা মূল্যে পাওয়া যাবে। এর আকার মাত্র ১১২ কিলোবাইট।
শুধু ইংরেজিতেই ফেসবুক স্ট্যাটাস আপডেট করা যাবে এ সফটওয়্যারের সাহায্যে।
 আর ফোনের ব্রাউজারে আগে থেকেই ফেসবুকে লগ ইন করা থাকতে হবে। অ্যান্ড্রয়েড মার্কেটে এ সফটওয়্যারটির রেটিং ৪.১ (৫ এর মধ্যে)।


ফেসবুকে আমাদের গ্রুপ পিসি বাংলাদেশ

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ