শুভ নববর্ষ ১৪২০...।।




 শীতের শেষে বসন্তের এই ক্রান্তিলগ্নে,
প্রহর গুনছে বাঙালি নতুন বছরকে বরন করার।
এ যে বাঙালির প্রাণের উৎসব !
'শুভ নববর্ষ'।
বরে নেবার জন্য কোটি প্রাণ আজ উদগ্রীব,উদ্বেলিত
নতুন বছরকে ঘিরে কত আশা মনে
সূর্যের সাতরঙা আলর মতন
রাঙিয়ে নিতে নিজেদের জীবন।
বিনির্মাণ করতে সুখী,সমৃদ্ধ বাংলাদেশ
ঐতিহ্যায়িত দিনটি পালিত হয়
পান্তা-ইলিশ,হালখাতা আর মেলায়
সংঘাত,হিংসা ভুলিয়ে
যা জাতিতে জাতিতে তৈরি করে ভ্রাতৄত্ত্ব।
বছর ঘুরে দিনটি আসে,
ছাপিয়ে নিয়ে যায় সব না পাওয়ার কষ্ট,
এযে নতুন করে শুরু করার সুযোগ
এ যে বাঙালির প্রাণের উৎসব!
'শুভ নববর্ষ'।।

 সবাইকে পিসি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা নববর্ষের সুভেচ্ছা...।।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ