এবার পেন্টিয়াম ৪ এ-ই খেলুন NFS RUN, FIFA 12 সহ আরো হাই-কোয়ালিটির গেম’স!!!!!!!!


হ্যাঁ ঠিক শুনেছেন>>>>>>>Image
আমরা যারা গেম খেলি তারা অনেকেই জানেন যে, যেকোন গেম আমাদের পিসিতে চালার পিছনে Direct X প্রযুক্তির Shader Model / Pixel Shader এর ভূমিকাটি মূখ্য থাকে। আমাদের দেশের পেন্টিয়াম ৩ বা ৪ এ সর্বোচ্চ  Shader Model / Pixel Shader 2.0 পযনর্- সার্পোট করে থাকে। আর আপনি Shader Model / Pixel Shader 2.0 দিয়ে সর্বোচ্চ ২০০৫ সাল পযনর্- রিলিজ কৃত গেম সমূহ খেলতে পারবেন। কারণ ২০০৬ থেকে গেম সমুহে Shader Model / Pixel Shader 3.0 এর ব্যবহার শুরু হয়েছে। যার কারণে অনেক পিসিতেই NFS:Carbon, FIFA 09, Hitman Blood Money, THE GODFATHER 2, THE HOUSE OF THE DEAD 4, Delta Force Xtreme 2, Grand Theft Auto IV, WWE RAW VS SMACKDOWN 2010 ইত্যাদি গেমস সমূহ চলেই না।
এজন্য অনেকেই অনেক রকম কনসোল ব্যবহার করেন। Shader Model / Pixel Shader 3.0 এর কনসোল অবশেষে বাহির হয়েছে। যার নাম Switf Shader 3.0, যার সাহায্যে আপনি Shader Model / Pixel Shader 3.0 এর গেম সমূহ আপনার পিসিতে খেলতে পারবেন।
Download Link of “Switfshader 3.0”: (3.6 MB)
ফাইলটি ডাউনলোড করার পর, আপনার পিসিতে যে গেমটি/গেমস;সমূহ চলে না তার/তাদের ডাইরেক্টরিতে (যেখানে গেমটি ইনস্টল করেছেন) সেখানে আপনার পিসি যদি ৩২বিট এর হয় তবে x64 ফোল্ডার থেকে d3d9.dll ফাইলটি কপি করুন আর আপনার 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ